১৮ মার্চ ২০২৪, ১৪:৪৮

মুস্তাফিজের পর স্ট্রেচারে মাঠ ছাড়লেন জাকের, চোট পেয়েছেন সৌম্য সরকারও

স্ট্রেচারে মাঠ ছাড়লেন জাকের  © সংগৃহীত

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস। ম্যাচে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আজ যেন টাইগারদের দলে হানা দিয়েছে চোটের মিছিল। খেলা চলাকালে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হল মুস্তাফিজকে। এরপর ক্যাচ ধরতে গিয়ে বিজয়ের সঙ্গে সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন জাকের। 

সোমবার (১৮ মার্চ) ম্যাচটি শুরু হয়েছে সকাল ১০টায়। নিজের ১০তম ওভার ও দলের ৪৯তম ওভারের বল আর করা হলো না মুস্তাফিজের। ওভারের প্রথম বলটি করতে রান আপের মধ্যেই আটকে গেলেন। পরে চেষ্টা করেও আর বল করতে পারেননি। জাকের আলী ও এনামুল হক বিজয়ের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। 

এরপর বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে পায়ে চোট পান সৌম্য সরকার। শেষদিকে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন সৌম্য। এ সময় পায়ে আঘাত লেগেছ মনে হলেও জানা যায় আঘাত ঘাড়ে।  মাঠের বাইরে যেতে হয়েছে তাকেও। ইনিংসের ৫০তম ওভারে এসে আবারও বাধে বিপত্তি। সৌম্যর কনকাশন সাব হিসেবে ওপেনিং করছেন তানজিদ হাসান তামিম।

এদিকে ম্যাচে ফিল্ডিংয়ের সময় বিজয়ের সঙ্গে সংঘর্ষের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জাকের আলী। সৌম্যর বদলি হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন তিনি। জানা যায়, হাসপাতালে নেওয়া হচ্ছে জাকের আলীকে। শেষ ওভারে ক্যাচ ধরতে গিয়ে এনামুল বিজয়ের সঙ্গে সংঘর্ষে জাকের আঘাত পান বুকে। শেষ পর্যন্ত তাকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে।

চট্টগ্রামে প্রচণ্ড গরমের মাঝেই যেন ভোগান্তি বেড়েছে বাংলাদেশ শিবিরে। এই মুহূর্তে চট্টগ্রামের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গরমের সঙ্গে পাল্লা দিতে না পেরে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশকে। 

এদিকে, দ্বিতীয় ইনিংসে মাঠে নেই আম্পায়ার রিচার্ড কেটেলবোরোও। প্রথম ইনিংসে একটু খোঁড়াচ্ছিলেন তিনি। অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছেন কেটেলবোরো। অন ফিল্ড আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার সঙ্গে এসেছেন রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ।