সাকিব আল হাসানের ব্র্যান্ড এসএএইচ ৭৫’র যাত্রা শুরু
ক্রিকেট অলরাউন্ডার এবং মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘এসএএইচ ৭৫’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। স্টেপ ফুটওয়্যারের সাথে যৌথ উদ্যোগে শুরু করা নতুন ব্র্যান্ডের অধীন বিভিন্ন পরিধেয় সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়্যার। দেশের বিভিন্ন স্থানে থাকা স্টেপ ফুটওয়্যারের ৯৫টি শোরুমে এসব পণ্য মিলবে।
রবিবার (৩ মার্চ) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্র্যান্ডের পথচলা ঘোষণা করেন সাকিব আল হাসান ও স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির।
অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, ‘আমি এক বছর ধরে এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। এই ব্র্যান্ড বড় করতে আপনাদের সহায়তা প্রয়োজন। আপনাদের ভালো পরামর্শ এই ব্র্যান্ডের পণ্যের মানোন্নয়নে কাজে লাগবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, ‘আমার সব ধরনের ব্যবসা ভালো লাগে। মাছের ব্যবসা আমাকে অনেক টানে। খেলাধুলা যেহেতু আমার কাজের জায়গা, তাই স্টেপের সঙ্গে যাত্রা শুরু হলো।’
অন্য প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, ‘বেশি টাকা দিয়ে বিদেশি পণ্য, কম টাকা দিয়ে দেশি পণ্য—এই ধ্যানধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এসএএইচ ৭৫-এর পণ্য হবে প্রিমিয়াম মানের। তাই দাম একটু বেশি হতে পারে।’
স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশের আস্থার জায়গা।’ তিনি কথা প্রসঙ্গে একবার প্রশ্ন তুললেন, ‘দেশে কেন ভালো খেলার জুতা তৈরি হয় না। কেন খেলার ভালো পরিধেয় সামগ্রী দেশে নেই। সেই জায়গা থেকে আজকের এই পথচলার শুরু। এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে শুরু হয়নি। এই ব্র্যান্ড বাঁচিয়ে রাখতে গুণগত মানের পণ্য দিতে হবে। আমরা সেই বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। এই ব্র্যান্ড নিয়ে আমরা অনেক দূর যেতে চাই, দেশের পাশাপাশি বিশ্ববাজারে ছড়িয়ে দিতে চাই।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্টেপ ফুটওয়্যার নিজেরা এই ব্র্যান্ডের অধীন কিছু জুতা উৎপাদন করবে। বাকি পণ্য দেশ ও বিদেশ থেকে সংগ্রহ করা হবে। এরপর পণ্যগুলো বিক্রি করা হবে স্টেপের শোরুম থেকে। জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, ক্রীড়ার পোশাক ও পরিধেয় নানা সামগ্রী মিলবে এই ব্র্যান্ডের অধীন।