২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৫

ফাইনাল নিশ্চিত করতে সন্ধ্যায় রংপুরের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা

সন্ধ্যায় রংপুরের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা  © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসরে দুর্দান্ত শুরু করেছিল রংপুর রাইডার্স। এই ম্যাচ থেকে জয়ী দল চলে যাবে ফাইনালে। অবশ্য এই ম্যাচে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে পরাজিত দলের। ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এলিমিনেটরে জয়ী দলের মুখোমুখি হবে তারা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে সন্ধ্যা সাড়ে ৬ টায় তারকাবহুল দু দলের লড়াই। প্লে-অফের সব ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্লে-অফ ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ।

প্রথম রাউন্ডে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল রংপুর রাইডার্স। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দারুণ ছন্দে আছে সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্স দেখাচ্ছেন জিমি নিশামও। ডোয়াইন প্রিটোরিয়াসের ব্যাটিং এখনও প্রয়োজন হয়নি। এর মধ্যে ফিরেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

তবে বড় মঞ্চে নামার আগে আরেক দফায় নিজেদের শক্তি বাড়াল নুরুল হাসান সোহানের দল। আজ দলটিতে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। এছাড়া এসেছেন আফগানিস্তানের ফজল হক ফারুকী। নিকোলাস পুরান এবং ফারুকীর আগমন নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে রংপুরের।

আরও পড়ুন: ইতালিকে হারিয়ে হেক্সা মিশন পূরণ করল ব্রাজিল

অলরাউন্ডার কম নেই কুমিল্লায়ও। মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের হাত ধরে আরও একবার ফাইনালে উঠতে চায় ভিক্টোরিয়ান্স। দেশিরাও মাতাচ্ছেন টুর্নামেন্ট। তাওহীদ হৃদয়, জাকের আলিরা আত্মবিশ্বাস দিচ্ছে অধিনায়ককে।

আগামী ২৮ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে চলমান বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ।