মোস্তাফিজের মাথায় ক্রিকেট বলের আঘাত, নেওয়া হলো হাসপাতালে
অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। রোববার (১৮ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় আঘাত পান তিনি।
জানা গেছে, ম্যাথু ফোর্ডের করা শর্টে মাথায় আঘাত পান মোস্তাফিজ। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কারও বক্তব্য জানা যায়নি।
জানা গেছে, নেটে অনুশীলনে মোস্তাফিজ বল করছিলেন। এ সময় পাশের নেটে ব্যাটিং করছিলেন উইন্ডিজ ক্রিকেটার ফোর্ড। তার মারা একটি বল মোস্তাফিজের মাথায় লাগে। এরপর দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। তবে আঘাত কতটা গুরুতর তা জানা যায়নি।
আরো পড়ুন: মেসিকে পেছনে ফেলে সর্বোচ্চ নন-পেনাল্টি গোল করা তালিকার শীর্ষে রোনালদো
চট্টগ্রামে বিপিএলের প্রথম ম্যাচেই কুমিল্লার মুখোমুখি হবে সিলেট। সে জন্য অনুশীলনে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। সেখানে দুর্ঘটনার শিকার হন পেসার মোস্তাফিজ। এবারের বিপিএলে ৯ ম্যাচ খেলেছে তার শিকার ১১ উইকেট।