বিসিবির ২১ জনের কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদ থাকলেও বাদ পড়েছেন তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে নতুন বছরের জন্য কেন্দ্রীয় চুক্তি প্রকাশের ঘোষণা দিয়েছে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির ঘোষিত নতুন চুক্তিতে এবারও জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এর আগের বছর চুক্তিতে থাকলেও এবার রাখা হয়নি ওপেনার তামিম ইকবালকে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবির পরিচালনা বোর্ডের নবম সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি; ক্রিকেটের এই ৩ সংস্করণে আগামী এক বছরের জন্য ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বিসিবি। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করেন।
যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। তিন ফরম্যাটের চুক্তিতেই রয়েছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেদেহী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। চুক্তি থেকে বাদ পরার শঙ্কায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ওয়ানডে চুক্তিতে। তবে টি-টোয়েন্টি চুক্তিতে তাকে রাখেনি বিসিবি।
এদিকে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। চুক্তি থেকে তার বাদ পড়া নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল। এছাড়া বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইবাদত হোসেন। টেস্ট ও ওয়ানডে চুক্তিতে রয়েছেন মুশফিকুর রহিম।
২০২৪ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি: সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।
টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম।
ওয়ানডে ও টি-২০: তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নাঈম হাসান।
ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।
টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান।
এদিকে, আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। তামিমের সঙ্গে বিভিন্ন সময়ে একাধিকবার কথা হয়েছে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের। তবে সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানালেন, তামিমের সঙ্গে আবার কথা বলবেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, ‘তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে। ঢাকায় ফিরলে তামিমের সঙ্গে জালাল ভাই ও অন্যরা বসবে। তারা বসার পর আমি নিজেও বসব। এই বিপিএল চলাকালীনের মধ্যেই সব সিদ্ধান্তগুলো জানাতে পারব। এর আগে বলাটা আসলে মুশকিল।’