বিপিএলে আজ মাঠে নামছেন বাবর-রিজওয়ান
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ PM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪, ০১:৩০ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাড়ছে তারকাদের ভিড়। এবার পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের শেষে যুক্ত হয়েছেন বিপিএলের সবচেয়ে আলোচিত দুই ব্যাটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। দুজন আজই নিজ নিজ দলের হয়ে মাঠে নামবেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে বাবরের দল রংপুর রাইডার্স মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। গতবারের মতো এবারও রংপুরের হয়ে খেলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। আর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
রংপুর রাইডার্স-সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস-ফরচুন বরিশালের ম্যাচ দুটি দিয়ে শেষ হতে যাচ্ছে বিপিএলের দশম আসরের ঢাকা পর্বের প্রথম ধাপ। এই চারটি দলের মধ্যে একমাত্র ফরচুন বরিশাল ছাড়া বাকি দলগুলো তাদের নিজ নিজ ম্যাচে হারের লজ্জা পেয়েছে। তাই আজ দলগুলো চাইবে নিজ নিজ ম্যাচে জয় পেতে।
এদিকে, টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর। বিপিএলের দশম আসরে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে গতবারের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের খোঁজে মাঠে নেমেছে দুই দল।
রংপুর দ্বিতীয় ম্যাচে বাবরকে পেলেও পাচ্ছে না তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। চোখের চিকিৎসায় সিঙ্গাপুরে যাওয়া সাকিবকে সামনেও না পাওয়ার অনিশ্চয়তা আছে। অন্যদিকে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কুমিল্লার হয়ে খেলবেন রিজওয়ান। গতবারও বিপিএলের সবচেয়ে সফল দলটির হয়ে খেলেছিলেন পাকিস্তানের এই উইকেটকিপার।
রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান (অধিনায়ক), বাবর আজম, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, হাসান মুরাদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাইও ব্রেন্ডন কিং।
সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মোর্ত্তজা ( অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, নাজমুল ইসলাম অপু, রিচার্ড এনগারাভা, বেনি হাওয়েল, বেন কাটিং ও দাসুন হেমানথা।