ক্যান্সার আক্রান্ত কোচ জাফরুল এহসানকে ম্যাচসেরার অর্থ দিলেন বিজয়
তামিমদের বরিশালের বিপক্ষে নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালের বিপক্ষে দলকে ম্যাচ জিতিয়েছেন এনামুল হক বিজয়। বরিশালের প্রায় দুইশ রানের সংগ্রহ সফলভাবে চেজ করে ম্যাচটা জিতেও নিয়েছে বিজয়ের খুলনা। নির্বাচিত হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়ও। তবে পুরস্কারের অর্থ নিজের কাছে রাখেননি তিনি। কোচ জাফরুল এহসানকে পুরস্কারের অর্থ দান করেছেন বিজয়।
সোমবার (২২ জানুয়ারি) বরিশালের দেয়া ১৮৮ রানে্র জবাবে ব্যাট করতে নেমে ১২ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় পায় খুলনা।
খুলনার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে তামিম, ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানের সংগ্রহ পায় বরিশাল। পরে ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিজয়ের দায়িত্বশীল ইনিংস এবং এভিন লুইসের ঝড়ে ২ ওভার হাতে রেখে ৮ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে খুলনা।
এরপর সংবাদ সম্মেলনে খুলনার এই অধিনায়ক বলেছেন, এমন ম্যাচ বিপিএল জমিয়ে তুলবে। বিজয় বলেন, আমি মনে করি, আজকের ম্যাচটা পুরো টুর্নামেন্টে একটা হাইপ তৈরি করবে। আমি আশা করি, এমন একটা ম্যাচ হচ্ছে, সবাই দেখতে আসবে। ভালো ফিল করবে।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে বিজয় বলেন, ‘ম্যাচ শুরুর আগে আমাদের কথোপকথ হয়। আমাদের এহসান স্যার, তিনি এখন হসপিতালে আছেন। উনি ক্যান্সারের পেশেন্ট। আমরা চিন্তা করেছিলাম আমরা এই ম্যাচটা জিতবো এবং ওনাকে ডেডিকেট করবো। এবং যে উইনিং প্লেয়ার হবে আমাদের টিমে সেটা তাকে আমরা কন্ট্রিবিউট করবো। তো এটা (ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার) তাকে আমরা কন্ট্রিবিউট করছি অ্যাজ এ টিম।’
আরও পড়ুন: বন্ধুর স্ত্রী ছিলেন শোয়েবের নতুন সঙ্গী সানা জাভেদ
একসময় মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সাদমান ইসলাম, আবু হায়দার, রিফাত প্রধান, মুস্তাফিজুর রহমান, ইসাসির আলী চৌধুরীদের নিয়ে গড়া বয়সভিত্তিক দলের কোচ ছিলেন। তবে এই মুহূর্তে হাসপাতালের বেডে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন জাফরুল এহসান। ম্যাচসেরার পুরস্কারটা সেই কোচের কাছেই তুলে দিয়েছেন আনামুল হক বিজয়।