২২ জানুয়ারি ২০২৪, ১০:০৮

ফিফা দ্য বেস্ট এবং ব্যালন ডি'অর বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে: রোনালদো

রোনালদো  © সংগৃহীত

ব্যালন ডি’অর কিংবা ফিফা দ্য বেস্ট পুরস্কার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলে দাবি করেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিফা এবং ফ্রান্স ফুটবলের দেওয়া এই পুরস্কারের গুরুত্ব নেই এমনটাই মনে করেন সিআর সেভেন। সম্প্রতি পর্তুগিজ সংবাদমাধ্যম ‘রেকর্ড’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 

পর্তুগালের ক্রীড়া দৈনিক রেকর্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, আমি মনে করি, এই পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আমাদের পুরো মৌসুম বিশ্লেষণ করতে হবে। বলছি না যে মেসি এর দাবিদার ছিল না কিংবা হাল্যান্ড অথবা এমনকি এমবাপ্পেও। 

তিনি আরও বলেন, সহজ কথায় আমি এসব পুরস্কারে বিশ্বাস করি না। গ্লোব সকারে পুরস্কার জিতেছি বলে এটা বলছি না। এটাই সত্যি। পরিসংখ্যান আছে, যেগুলো প্রতারণা করে না।’ আপনি আমার নাম্বারগুলো দেখতে পারেন। তারাই আমার হয়ে কথা বলবে। আপনি আমার কাছ থেকে এই পুরস্কারটি কেড়ে নিতে পারবেন না কারণ নাম্বারগুলো সবাই দেখতে পাচ্ছে। আমি এখন আরও বেশি খুশি।' 

সদ্যই দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে বছরের সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।সেরা গোলদাতা হওয়ার জন্য 'ম্যারাডোনা অ্যাওয়ার্ড' জিতেছেন রোনালদো। পর্তুগিজ তারকার মতে, তার জেতা পুরস্কারটি পুরোপুরি পরিসংখ্যান নির্ভর, যেখানে ফিফা দ্য বেস্ট কিংবা ব্যালন ডি'অর দেওয়া হয়ে থাকে ভক্ত-সমর্থকদের ভোটে।

২০২৩ সালে ৫৪ গোল করে সবাইকে ছাপিয়ে তিনিই হয়েছে সর্বোচ্চ গোলদাতা। আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইনদের সঙ্গে পাল্লা দিয়েছেন সিআর সেভেন। 

অপরদিকে সম্প্রতি ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি'অর ও তৃতীয় ফিফা দ্য বেস্ট জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির এ দুই পুরস্কার জয়ের পথে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ট্রেবলজয়ী ম্যানসিটি তারকা আর্লিং হালান্ড। কিন্তু তাকে টপকে পুরস্কারগুলো জিতে নেন মেসি। এরপর থেকেই এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

তবে গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা গোলদাতার পুরস্কার জেতা রোনালদো কাছে এখন আর ব্যালন ডি'অর কিংবা ফিফা দ্য বেস্ট পুরস্কারের গুরুত্ব নেই। ফিফা এবং ফ্রান্স ফুটবলের দেওয়া এই পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলেও দাবি করেছেন সিআর সেভেন। 

আরও পড়ুন: সাবেক স্ত্রী অভিনন্দন জানালেও শোয়েবের পাশে নেই পরিবার

দুবাইভিত্তিক গ্লোব সকার অ্যাওয়ার্ড চালু হয়েছে ২০১১ সালে। এরপর থেকে মোট ৬বার এই পুরস্কার পেয়েছেন রোনালদো। তিনিই একমাত্র ফুটবলার যিনি একাধিকবার এই পুরস্কার জিতেছেন। এবার সেরা ফুটবলারের খেতাব না পেলেও সর্বোচ্চ পুরস্কারের জন্য ম্যারাডোনা অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এছাড়াও ফ্যানস চয়েজ এবং মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন রোনালদো। 

২০২৩ সালে আল নাসরের হয়ে ৫৯ ম্যাচে ৫৪ গোল করেছেন রোনালদো। গত বছর এত গোল করতে পারেননি অন্য কেউ। তবে এত গোল করলেও ২০২৩ সালের ব্যালন ডি’অর বা ফিফা দ্য বেস্ট পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি রোনালদো।