বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার কারণ জানালেন আয়োজকরা
দরজায় কড়া নাড়ছে বিপিএলের দশম আসর। আজ (১৯ জানুয়ারি) দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর শুরু হতে গেলেও তাতে থাকছে না জমকালো কোনো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুইটি ম্যাচ, তবে তার আগে স্বল্প পরিসরে ছোট অনুষ্ঠানের কথা জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
আরও পড়ুন: আওয়ামী লীগ সরকারকে স্বীকৃতির বিষয়ে ম্যাথিউ মিলার ‘নো, নো’
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেন ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, ইচ্ছে থাকা সত্ত্বেও সময় স্বল্পতা ও নিরাপত্তার কারণে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করা সম্ভব হয়নি। আর নির্বাচনের ঠিক পরে উদ্বোধনী অনুষ্ঠান করাটাও কঠিন। কারণ নিরাপত্তার পাশাপাশি অনুমতি পাওয়ারও ব্যাপার ছিল। তাই ছোট পরিসরে যা যা করা সম্ভব, তার সবই করছি।
উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে দুপুরে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ও ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে সিলেট ও চট্টগ্রাম।