১৪ জানুয়ারি ২০২৪, ১৫:৫৫

বিসিবির ‘ইংরেজি পরীক্ষায়’ ফেল ৬১ আম্পায়ার

বিসিবি  © সংগৃহীত

বর্তমান সময়ে আম্পায়ারিং হয়ে উঠেছে জনপ্রিয় পেশা। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশ জোর দিয়েছে আম্পায়ারিং খাতে। যে জন্য আম্পায়ারদের মান উন্নয়নে নানা ধরনের উদ্যোগ নিয়েছে বিসিবি। তারই অংশ হিসেবে ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে ৭০ জন আম্পায়ারের পরীক্ষা নিয়েছে বোর্ড। এই পরীক্ষায় পাস করতে পারেননি ৬১ জন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সহযোগিতায় আম্পায়ারদের এই পরীক্ষা নেয় বিসিবি। পরীক্ষা হয় রাইটিং, স্পিকিং এবং রিডিংয়ে। তিন পরীক্ষায় রাখা হয় আলাদা আলাদা নম্বর। পাস করা ৯ আম্পায়ারের মধ্যে তিনজন নারী আম্পায়ার।

ইংরেজিতে দক্ষতা তৈরির জন্য এআইইউবির সঙ্গে চুক্তিতে যাচ্ছে বোর্ড, এ নিয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘আমরা এআইউবিতে আম্পায়ারদের ইংরেজি কোর্সের ব্যবস্থা করবো। যারা দক্ষ নন, তারা এই কোর্স করে নিজেকে তৈরি করবেন। কেউ যদি না করেন কিংবা ইংরেজিতে দক্ষ না হন তাহলে ভবিষ্যতে ম্যাচ পরিচালনার জন্য বিবেচিত হবেন না।’