১৩ জানুয়ারি ২০২৪, ১৩:৪৭

পাকিস্তান সুপার লিগের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল  © সংগৃহীত

বেশকিছু ইস্যুতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর মাঠে গড়ানো নিয়ে শঙ্কা থাকলেও সব ধোঁয়াশা কাটিয়ে পর্দা নামতে যাচ্ছে ক্রিকেটের এ আসর। সম্প্রতি প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পিএসএল। যার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ।

পিএসএল আয়োজনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল টিভি স্বত্ব বিক্রি করতে না পারা। সেই সঙ্গে পাকিস্তানের জাতীয় নির্বাচনও ছিল এবারের আসরের অন্যতম বাধা। তবে পিএসএল আয়োজনে দেশটির সরকারের সবুজ সংকেত পাওয়ার পাশাপাশি টিভি স্বত্বও বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগামী ১৭ ফেব্রুয়ারিকে পিএসএলের আসন্ন আসর শুরু করবে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবং মাসব্যাপী অনুষ্ঠিতব্য পিএসএলের পর্দা নামবে আগামী ১৮ মার্চ। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশিত সূচি অনুযায়ী পিএসএলের এবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের চারটি (লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও মুলতান) শহরে।

এর মধ্যে ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। প্লে অফের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে করাচিতে। যেখানে দুটি এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনালও অনুষ্ঠিত হবে।


পিএসএলের ছয় দলের স্কোয়াড-

লাহোর কালান্দার্স: শাহীন শাহ আফ্রিদি, ফখর জামান, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, হারিস রউফ, ডেভিড ভিসা , শাহিবজাদা ফারহান, সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক, জামান খান, মির্জা তাহির বেগ, রাশিদ খান, মোহাম্মদ ইমরান, আহসান ভাট্টি, ড্যান লরেন্স, জাহানদাদ খান, সৈয়দ ফরিদুন মাহমুদ, শাই হোপ ও কামরান গুলাম।

ইসলামাবাদ ইউনাইটেড: শাদাব খান, নাসিম শাহ, জর্ডান কক্স, ইমাদ ওয়াসিম, আজম খান, তাইমাল মিলস, ফাহিম আশরাফ, অ্যালেক্স হেলস, কলিন মুনরো, রুম্মন রাইস, ম্যাথু ফোর্ডে, সালমান আলি আগা, কাশিম আকরাম, শাহাব খান, হুনাইন শাহ, উবাইদ শাহ, শামিল হুসাইন ও টম কারেন।

মুলতান সুলতান্স: মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, ডেভিড উইলি, খুশদিল শাহ, উসামা মীর, ডেভিড মালান, আব্বাস আফ্রিদি, রেজা হেন্ড্রিক্স, রিস টপলি, ইহসানউল্লাহ, তায়েব তাহির, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ আলি, উসমান খান, ফয়সাল আকরাম, ইয়াসির খান, ক্রিস জর্ডান ও আফতাব ইব্রাহিম।

করাচি কিংস: কাইরন পোলার্ড, ড্যানিয়েল সামস, মোহাম্মদ নওয়াজ, জেমস ভিন্স, হাসান আলি, টিম সেইফার্ট, শান মাসুদ, শোয়েব মালিক, তাব্রাইজ শামসি, মীর হামজা, মোহাম্মদ আখলাক, মোহাম্মদ আমির খান, আনোয়ার আলি, আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইরফান খান, সিরাজউদ্দিন , সাদ বেগ ও জেমি ওভারটন।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: রাইলি রুশো, শেরফানে রাদারফোর্ড, মোহাম্মদ আমির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, জেসন রয়, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সরফরাজ আহমেদ, আবরার আহমেদ, মোহাম্মদ হাসনাইন, উইল স্মিদ, সউদ শাকিল, সাজ্জাদ আলি জুনিয়র, উসমান কাদির, ওমাইর বিন ইউসুফ, আদিল নাজ, খাজা নাফাই, আকিল হোসেন ও সোহেল খান।

পেশোয়ার জালমি: বাবর আজম, রোভম্যান পাওয়েল, নুর আহমেদ, সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, আসিফ আলি, মোহাম্মদ হারিস, আমির জামাল, নাভিন উল হক, খুররাম শেহজাদ, সালমান ইরশাদ, আরিফ ইয়াকুব, উমাইর আফ্রিদি, ড্যানিয়েল মোসলে, হাসিবুল্লাহ, মোহাম্মদ জিশান, লুঙ্গি এনগিডি ও মেহরান মুমতাজ।