০৮ জানুয়ারি ২০২৪, ০০:১২

মাগুরাবাসীকে উদ্দেশ্য করে যা বললেন সাকিব পত্মী

মাগুরাবাসীকে উদ্দেশ্য করে যা বললেন সাকিব পত্মী
স্ত্রীর সঙ্গে সাকিব আল হাসান  © ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

রবিবার (৭ জানুয়ারি) নির্বাচিত হওয়ার পর মাগুরাবাসীকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

ফেসবুকে সাকিব পত্নী লিখেন, ‘একটি নতুন শুরুর জন্য অভিনন্দন প্রিয় স্বামী, তুমি সবসময় তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয়ী হয়েছো। আমি থাকতে না পারলেও আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল। মাগুরাবাসীকে অসংখ্য ধন্যবাদ এলাকার ছেলেকে এত ভালোবাসা আর সম্মান দিয়ে বরণ করার জন্য।’

সাকিব আল হাসান মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব মার্কার অ্যাডভোকেট কাজী রেজাউল পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট।