বোর্ডের নিষেধাজ্ঞায় আফগান তিন ক্রিকেটার
দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলায় মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নাভিন উল হককে নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। গতকাল বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে তাঁরা ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়েছেন।’
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই তিন ক্রিকেটারের সঙ্গে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তি করার অপেক্ষায় আছে। মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও নবীন উল হক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন যে, তাঁদের নাম যেন ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকায় না রাখা হয়। জানুয়ারির প্রথম দিন থেকে সেন্ট্রাল কনট্রাক্ট চালু হওয়ার কথা ছিল। একই সঙ্গে এই তিন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতির জন্য আবেদন করেন। আর এতেই চটেছে আফগান ক্রিকেট বোর্ড।
এসিবির বিবৃতিতে বলা হয়, ‘এই তিন ক্রিকেটার আনুষ্ঠানিক ভাবে এসিবিকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের সরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং জাতীয় দলে অংশগ্রহণের জন্য তাদের সম্মতি বিবেচনা করার অনুরোধ জানিয়েছিলেন। এই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর না করার উদ্দেশ্য হল, টি-টোয়েন্টির বাণিজ্যিক লিগে খেলা।’
‘এখানে আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে, তাঁদের ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। চুক্তি থেকে তাঁদের সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে।’
আফগান তারকা স্পিনার মুজিবকে আইপিএল নিলামে ২ লাখ ৪১ হাজার ডলারে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। মুজিব এখন মেলবোর্ন রেনেগেডসের হয়ে অস্ট্রেলিয়ায় বিগব্যাশ খেলছেন। নাভিন উল হক আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে আছেন এবং ফজলহক ফারুকিকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। আফগানিস্তানের হয়ে তিন ক্রিকেটারই গত অক্টোবর–নভেম্বর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলেছেন।