২১ ডিসেম্বর ২০২৩, ১৩:১৩

পিএসজিতে অভিষেক জুনিয়র এমবাপ্পের

ইথান এমবাপ্পে ও কিলিয়ান এমবাপ্পে  © সংগৃহীত

পিএসজির হয়ে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের দিনে অভিষেক হয়েছে আরেক এমবাপ্পের। উরুগুয়ের মানুএল উগার্তের বদলি হিসেবে মাঠে নামেন ১৬ বছর বয়সী ইথান এমবাপ্পে।

লিগ ওয়ানে গতকাল বুধবার (২০ ডিসেম্বর) মেতজের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান পাকা করেছে পিএসজি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা নিসের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা পাঁচে নিয়েছে প্যারিসিয়ানরা।

ইথান এমবাপ্পে; নামটা শুনে নিশ্চয়ই খটকা লাগছে? কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কী? -এমন প্রশ্নও মাথায় আসছে নিশ্চয়ই। পিএসজির জার্সিতে অভিষেক হয়েছে কিলিয়ান এমবাপ্পের ভাই ইথান এমবাপ্পের।

কিলিয়ান ও ইথানের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ। ইথান ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পের সহোদর ছোট ভাই। ২০১৭ সাল থেকে ইথান পিএসজির যুব একাডেমিতে খেলছেন। একই বছরে মোনাকো থেকে ধারে পিএসজিতে খেলতে আসেন কিলিয়ান  এমবাপ্পেও। পরের বছরেই সিনিয়র এমবাপ্পের সঙ্গে পাকা চুক্তি করে প্যারিসিয়ানরা।

তরুণ ইথান পিএসজির যুব একাডেমি থেকে বয়সভিত্তিক দল ঘুরে এখন সিনয়র দলের দোরগোড়ায়। পিএসজির অনূর্ধ্ব ১৯ দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। চলতি মৌসুমে উয়েফা ইয়ুথ লিগের গ্রুপ পর্বের ছয় ম্যাচের প্রত্যেকটিতে খেলেছেন তিনি।

পিএসজির মূল দলের হয়ে অভিষেকে দারুণ খুশি ইথান। এদিন ম্যাচের শেষ কয়েকটা মুহূর্ত বড় ভাই কিলিয়ানের সঙ্গে মাঠে থেকেছেন তিনি। ইথান বিশ্বাস করেন এটা মাত্রই শুরু। পিএসজির জার্সিতে বড় ভাইরের পাশে আরও অনেক ম্যাচ মাঠে থাকতে পারবেন বলে আশাবাদী এই মিডফিল্ডার।