বিজয় দিবসের রাতে ঐতিহাসিক জয় মেয়েদের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ AM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৫২ AM
স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। এটিই দক্ষিণ আফ্রিকার মাঠে জ্যোতিদের প্রথম জয়। শনিবার (১৬ ডিসেম্বর) ইস্ট লন্ডনে প্রোটিয়াদের হারিয়ে ১-০ ব্যবধারে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
টেসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পান সালমা-মুরশিদা খাতুনরা। শুরুটাও দারুণ হয় বাংলাদেশের। শামীমা ও ফারজানা হক উদ্বোধনী জুটিতে ৬৬ রান তোলেন। ১৪.২ ওভারে সাজঘরে ফেরার আগে শামীমা সুলতানা ৪ চারে ৩৪ রান করেন। উদ্বোধনী জুটির শক্ত ভিতের উপর দাঁড়িয়ে মুরশিদা দলকে বড় সংগ্রহ এনে দেন। তিনি ১০০ বল খেলে ৯১ রান করেন। শতক ছুঁই ছুঁই ইনিংসে ১২টি চার হাঁকান এ টপ অর্ডার ব্যাটার। এছাড়া ফারজানার ৩৫, নিগারের ৩৮ ও স্বর্ণার ২৫ রানের উপর ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে।
জবাব দিতে নেমে নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা আর ফাহিমা খাতুনের ঘূর্ণি সামলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের স্পিন বিষে ৩৬.৩ ওভারে ১৩১ রানেই কাবু হয়ে যায় প্রোটিয়ারা। দলের পক্ষে সুন লুস ৩৫ ও এলিজ মারি মার্ক ৩৫ রান করেন।
বাংলাদেশের পক্ষে স্পিনার নাহিদা ৩৩ রানে নেন ৩ উইকেট, ফাহিমা খাতুন ১৬ রানে পান ২ উইকেট, রাবেয়া খান ২৪ রান খরচায় ২ উইকেট এবং অফ স্পিনার সালমা খাতুন ২ উইকেট শিকার করেন।