ফুটবলের দুই মহাতারকা মেসি ও রোনালদো ফের মুখোমুখি হচ্ছেন
ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো আবার মুখোমুখি হচ্ছেন খেলার মাঠে। আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে দেখা যাবে তাদের দ্বৈরথ। রোনালদোর আল নাসরের বিপক্ষে খেলবে মেসির মায়ামি। ২৯ জানুয়ারি মায়ামি খেলবে আল হিলালের বিপক্ষে।
এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। মায়ামির ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সফর হবে এটি। নেইমারের আল হিলালের বিপক্ষে রিয়াদের কিংডম অ্যারেনায় মেসিরা খেলবে। চোটের কারণে নেইমার মাঠের বাইরে থাকায় তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই।
আরো পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদা
মেসি রোনালদো মুখোমুখি হবেন কিংডম অ্যারেনাতেই। ম্যাচটিও বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে। মেসি ও রোনালদো ৩৫ বার মুখোমুখি হয়েছেন। এতে মেসি জিতেছেন ১৬ ম্যাচ, রোনালদো ১০টি। মেসির গোল ২১টি, সহায়তা ১২ বার। রোনালদোর গোল ২০টি। তিনি গোলে সহায়তা করেছেন একবার।
মায়ামির বিবৃতিতে বলা হয়েছে, উইবুক ওয়েবসাইটে ম্যাচের টিকিটি কাটা যাবে। এ ছাড়া কোথায় সম্প্রচার করা হবে, তা সহ অন্য তথ্য পরে জানানো হবে। প্রাক মৌসুম সফর সম্পর্কেও জানানো হবে।