‘লিংক হোক বা বল ছুঁলেই গ্যাঁড়াকল’
মিরপুর টেস্টে বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম বিরল এক আউটের শিকার হয়েছেন। ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট। মুশফিকের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে এমনটি আশা করেনি কেউই। এমন আউটের পর মুশফিককে নিয়ে এক প্রকার মজাই করেছে ভারতের কলকাতা পুলিশ।
আজ বুধবার (৬ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টেস্টে সংস্করণটিতে ইতিহাসের অষ্টম ব্যাটার হিসেবে এমন আউটের শিকার হয়েছেন মুশফিক। মুশফিক বল ধরার সঙ্গে সঙ্গেই আবেদন করে বসে নিউজিল্যান্ডের ফিল্ডাররা। সিদ্ধান্ত নিতে থার্ড আম্পায়ারের শরণাপন্ন হন ফিল্ড আম্পায়াররা। রিপ্লে দেখে বল ধরে ফিল্ডিংয়ে বাধা দেয়ার অপরাধে আউট হন মুশফিক।
এমন আউটের পর মজার ছলে একটি বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। সেই আউটের ছবি দিয়ে কলকাতা পুলিশ নিজেদের অফিসিয়াল ফেসবুজ পেজে লেখে, ‘লিংক হোক বা বল ছুঁলেই গ্যাঁড়াকল।’
মূলত মুঠোফোনে প্রতিনিয়ত আসা প্রতারক চক্রের ভুয়া লিংক নিয়ে সচেতনতায় এমনটি বলেছে কলকাতা পুলিশ। যেসব লিংকে প্রবেশ করলেই অনেক সময় ব্যাংকে থাকা অর্থ পর্যন্ত হারাতে হয়। পোস্টের সঙ্গে লোভনীয় ক্যাশ ব্যাক অফারের একটি ম্যাসেজ লিংক নমুনা হিসেবে যুক্ত করে তারা। এমনকি প্রতারকরা হাতিয়ে নেয় ব্যক্তিগত তথ্যও। মজার ছলে সেই সচেতনতার বার্তাই দিল কলকাতা পুলিশ।
এর আগে, প্রথম দিনে ব্যাট করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। কিউইদের হয়ে আজ সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার এবং গ্লেন ফিলিপস।