আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ আয়োজনের চিন্তা বাফুফের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৫১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
সিঙ্গাপুর ম্যাচে বড় ব্যাবধানে জয়ের পর সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আসন্ন ফিফা উইন্ডোতে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা ল্যাতিন আমেরিকার একটি বড় দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের চেষ্টায় রয়েছে ফেডারেশন। শিগগিরই এ নিয়ে আসবে সিদ্ধান্ত। এছাড়াও জানুয়ারিতে সৌদি আরবের সঙ্গে একাধিক ম্যাচ আয়োজনের বিষয় চূড়ান্ত করেছে বাফুফে।
২০২৪ সালের অক্টোবর কিংবা নভেম্বরে অনুষ্ঠিত হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। সঙ্গে বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টও রয়েছে। তাই জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোরও ব্যস্ত সূচি আছে সামনে। সাফের প্রস্তুতি হিসেবে জানুয়ারি থেকেই বেশ কিছু ম্যাচ খেলার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন নারী ফুটবল দলের অভিভাবক।
বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, জানুয়ারিতে সৌদি আরবের বিপক্ষে খেলার চেষ্টা করব। আরও একটি বড় ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। সেটি এমন একটি দলের বিপক্ষে, যার নামটি বলব না। তবে সেই দেশটি আপনাদের সবারই অনেক পছন্দের একটি দেশ। আমাদের থেকে অনেক অনেক ওপরের দল তারা।
দলটির নাম না বললেও অনেকের ধারণা, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে।
প্রস্তুতি ম্যাচগুলো দেশে আয়োজন করার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এতে অবশ্য ভেন্যু নিয়ে কিছুটা চিন্তিত তারা। ম্যাচের আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তাই বিকল্প হিসেবে কমলাপুর স্টেডিয়ামেই গড়াতে পারে ম্যাচগুলো।