টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করার আমন্ত্রন জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ব্যাটিংয়ে নামবে ভারত।
ক্রিকেটে টস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। টসের মাধ্যমেই হার-জিতের অনেক সমীকরণ বদলে যায়। তাও সেটি যদি হয় বিশ্বকাপ ফাইনালে তাহলে বাড়তি সুবিধা যোগ করে যেকোনো দলের জন্য।
যেখানে স্বাগতিক ভারতকে নিজের দেশের মাঠ আর হাজার হাজার সমর্থক বাড়তি সুবিধা দিবে বলে আগে থেকেই উপলব্ধি করেছে অজিরা সেখানে টসে জয় তাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।
উইকেট শুকনো দেখা যাচ্ছে এবং সন্ধ্যার পর শিশির সমস্যা করতে পারে, এ কারণেই প্রথমে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। তবে টস হেরেও ব্যাট করার সুযোগ পেয়ে খুশি বলেই মনে হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে দেখে।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সুর্যকুমার যাদব, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদিপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ
ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।