অস্ট্রেলিয়ার কাছে ৭ গোলে হারলো বাংলাদেশ
মেলবোর্নের অ্যামি পার্কে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৭ গোলের বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাকলারেনের হ্যাট্রিক ও ডিউকের জোড়া গোলের ওপর ভর করে বাংলাদেশের বিপক্ষে বড় জয় তুলে নেয় স্বাগতিকরা।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা তিনটায় ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। খেলায় মাত্র ৪ মিনিটেই গোল করে অস্ট্রেলিয়া নিজেদের সামর্থ্য জানান দেয়। র্যাঙ্কিংয়ে ব্যবধানটা ১৫৬। এ তথ্যই যথেষ্ট বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যবধান পার্থক্য নিরূপণে।
ম্যাচে ৪ মিনিটে প্রথম গোলে করেছেন সাওটার। ২০ মিনিটে দ্বিতীয় গোল করেছেন বরেলো। ৩৭ ও ৪০ মিনিটে জোড়া গোল করেছেন ডিউক। ৪৮, ৭০ ও ৮৪ মিনিটে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম গোল দিয়ে হ্যাট্রিক করেন ম্যাকলারেন।
বল পজিশন এবং আক্রমণসহ সব দিক থেকেই অস্ট্রেলিয়ার একচ্ছত্র প্রাধান্য ছিল। সে তুলনায় তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশ। ডিফেন্ডার ও গোলরক্ষক আক্রমণ সামাল দিতেই ব্যতিব্যস্ত ছিলেন। অবশ্য দুয়েকটি সেভ করেছেন গোলরক্ষক মিতুল মারমা। তা না হলে প্রথমার্ধে ৪ গোলের ব্যবধান আরও বেশি হতে পারতো দু’দলের।
এর আগে ২০১৫ সালে পার্থে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ০-৫ গোলে হেরেছিল।