১৬ নভেম্বর ২০২৩, ১৬:৩১

প্রথম হাফে বাংলাদেশের জালে অস্ট্রেলিয়ার ৪ গোল

  © সংগৃহীত

মেলবোর্নের অ্যামি পার্কে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৪-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৫ মিনিটের খেলায় ৫ গোল হজম করেছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা তিনটায় শুরু হওয়া এই খেলায় মাত্র ৪ মিনিটেই গোল করে অস্ট্রেলিয়া নিজেদের সামর্থ্য জানান দেয়। অস্ট্রেলিয়ার র‌্যাংকিং ২৭ এবং কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে হেরে তারা নক-আউট থেকে বিদায় নিয়েছিল। এই দু’টি তথ্যই যথেষ্ট বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ব্যবধান পার্থক্য নিরূপণে। 

অস্ট্রেলিয়ান ফুটবলারদের উচ্চতাও বাংলাদেশের ডিফেন্ডারদের ভুগিয়েছে। চার গোলের দু’টিই হয়েছে হেডে। বাংলাদেশের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করার আগেই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড বল জালে পাঠিয়েছেন। ৪ মিনিটে প্রথম গোলে করেছেন সাওটার। ২০ মিনিটে দ্বিতীয় গোল করেছেন বরেলো। ৩৭ ও ৪০ মিনিটে জোড়া গোল করেছেন ডিউক এবং সর্বশেষ খেলার ৪৮ মিনিটে ৫ম গোলটি করেন ম্যাকলারেন।
 
বল পজিশন এবং আক্রমণসহ সব দিক থেকেই অস্ট্রেলিয়ার একচ্ছত্র প্রাধান্য ছিল। সে তুলনায় তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশ। ডিফেন্ডার ও গোলরক্ষক আক্রমণ সামাল দিতেই ব্যতিব্যস্ত ছিলেন। অবশ্য দুয়েকটি সেভ করেছেন গোলরক্ষক মিতুল মারমা। তা না হলে প্রথমার্ধে ব্যবধান আরও বেশি হতে পারতো দু’দলের।

এর আগে ২০১৫ সালে পার্থে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ০-৫ গোলে হেরেছিল। আট বছর পুনরায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ কত ব্যবধানে হারে সেটাই দেখার বিষয়।