সেমির আগে মন খারাপের খবর ‍শুনলেন সিরাজ

ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ
ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ  © ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সেমিফাইনালে আজ বুধবার ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। এ ম্যাচের আগে মন খারাপের খবর ‍শুনলেন মোহাম্মদ সিরাজ। তার মন খারাপের কারণ দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের মধ্যে শীর্ষে ছিলেন ভারতীয় পেসার সিরাজ। তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার মহারাজ। গত ৮ নভেম্বর পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে শীর্ষে ওঠেন সিরাজ। এক সপ্তাহের ব্যবধানে নিজের স্থান ছেড়ে দিতে হলো তাকে। 

সিরাজ শীর্ষে ওঠার পরে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন মহারাজ। পুনেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটও এর মধ্যে আছে। ভারতের বিপক্ষে ১ উইকেট নিয়েছেন মাত্র ৩০ রান দিয়ে। আফগানিস্তানের বিপক্ষে নেন ২ উইকেট। ফলে দুই থেকে একে চলে এসেছেন প্রোটিয়া স্পিনার। 

আরো পড়ুন: ভারত না নিউজিল্যান্ড ফাইনালে কারা?

মহারাজ শীর্ষে উঠলেও সিরাজ বেশি পেছনে নেই। তাদের রেটিং পয়েন্টের ব্যবধান ৩। র‍্যাঙ্কিংয়ের তিনে আছেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা। যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব রয়েছেন চার ও পাঁচ নম্বরে।

সেরা দশের মধ্যে দুজন আফগান বোলার রযেছেন। সেরা ২০ এর মধ্যেও নেই বাংলাদেশের কেউ। ২৪ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। আর ৩৬ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। মুস্তাফিজুর রহমান ৫০ এর মধ্যে রয়েছেন। 


সর্বশেষ সংবাদ