জার্সি গায়ে বিরাটের উদ্দেশে মুলারের বার্তা

জার্মান ফুটবলার থমাস মুলার
জার্মান ফুটবলার থমাস মুলার  © সংগৃহীত

নিশ্চিত হয়ে গেছে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। ঘরের মাটিতে অপরাজিত থেকেই নক আউট নিশ্চিত করেছে ভারত। ৯ ম্যাচের সবকটিতেই জিতে তুঙ্গে থাকা জয়ের আত্মবিশ্বাস নিয়েই আগামীকাল সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। এ লড়াইয়ের আগে ভারতীয় ক্রিকেটারদের শুভকামনা জানিয়েছেন ফুটবল বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার থমাস মুলার।

তবে মুলার জার্মানির মানুষ, যেখানে ক্রিকেটের প্রচলন নেই বললেই চলে। ২০১৪ বিশ্বকাপ ফুটবলে জার্মান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মুলার। সেই জার্মান তারকাই এবার গায়ে জড়িয়েছেন ভারতের জার্সি। বিরাটকে উদ্দেশ্য করে লিখেছেন আলাদা বার্তা। 

মুলারের কাছে ভারতীয় ক্রিকেট দলের একটি জার্সি উপহার হিসেবে পাঠিয়েছে ভারত। আর এই জার্সি নিয়েই একটি ভিডিও প্রকাশ করেছেন মুলার। ভিডিওতে দেখা যায়, জার্সি পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। সেই জার্সি খুলে আনন্দের সাথেই গায়ে জড়ান তিনি, এরপর বিশ্বকাপ উপলক্ষে শুভেচ্ছা জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এই ভিডিওর ক্যাপশনে মুলার লিখেছেন, 'এটা দেখো বিরাট কোহলি। জার্সিটির জন্য ভার‍তীয় ক্রিকেট দলকে অনেক ধন্যবাদ। ক্রিকেট বিশ্বকাপের জন্য অনেক শুভকামনা।'

ফুটবল আর ক্রিকেটের এই মেলবন্ধনে অবশ্য কৃতিত্ব আছে বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের। ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল জার্সি স্পন্সর এই প্রতিষ্ঠানটি মুলারের ক্লাব বায়ার্নেরও স্পন্সর। স্বাভাবিকভাবেই তাই অ্যাডিডাসের হাত ধরে ভারতের জার্সি চলে যায় জার্মান ফুটবলারের কাছে। সেই সূত্রেই ঘটেছে এমন ঘটনা।

আরও পড়ুন: ডোনাল্ড একজন কিংবদন্তি এবং ভদ্রলোক: মাহমুদউল্লাহ রিয়াদ

এদিকে, শেষ হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের রাউন্ড রবিন লিগ পর্ব। এবার অপেক্ষা শিরোপা উল্লাসের। দুই সেমিফাইনাল জয়ী দল আগামী ১৯ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence