০৮ নভেম্বর ২০২৩, ১৫:৫৪

বাবরের রাজত্ব কেড়ে নিলেন গিল

শুভমান গিল  © সংগৃহীত

দীর্ঘদিন ধরে এদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বরে ছিলে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপে ফর্ম ধরে রাখতে না পারায় রাজত্ব হারালেন তিনি। পাকিস্তান থেকে রাজত্ব উদ্ধার করে ফের ভারতে আনলে শুভমান গিল। শীর্ষস্থানে বাবরের রাজত্ব ছিল দুই বছর। সেটির অবসান হলো।

ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেওয়ার কৃতিত্ব দেখালেন গিল। তার আগে শীর্ষে উঠেছিলেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি।

বিশ্বকাপে ভারতের অপ্রতিরোধ্য থাকার অভিযানে অবদান আছে গিলের। ৬ ম্যাচে ২১৯ রান করেছেন তিনি।  টুর্নামেন্টে ৫৪৩ রান করা কুইন্টন ডি কক ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছেন। চারে রয়েছেন কোহলি।

ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিংয়েও যথেষ্ট উন্নতি করেছে ভারতীয় বোলাররা। ৪ বোলার শীর্ষ দশে প্রবেশ করেছেন। শীর্ষস্থান দখলে নিয়েছেন মোহাম্মদ সিরাজ। কুলদীপ যাদব তিন ধাপ এগিয়ে চার নম্বরে রয়েছেন। জসপ্রীত বুমরা তিন ধাপ এগিয়ে আটে এবং সাত ধাপ এগিয়ে দশ নম্বরে স্থান করে নিয়েছেন মোহাম্মদ শামি।