০৮ নভেম্বর ২০২৩, ১৪:৫৮

শ্রীলঙ্কায় আসলে সাকিবকে পাথর মারা হবে: ম্যাথিউসের ভাই

প্রথমবারের মত টাইমড আউট হয়েছেন অভিজ্ঞ লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস  © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের দিন প্রথমবারের মত টাইমড আউট হয়েছেন অভিজ্ঞ লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এমন ম্যাচেই এক আউটে হইচই পড়ে গেল বিশ্ব ক্রিকেটে। তবে এবার একেবারে হুমকির সম্মুখীনই হয়েছেন সাকিব। সাকিবের উপর ক্ষেপেছেন ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস। 

অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট নিয়মে আউটের সিদ্ধান্ত দেওয়ার পর থেকেই তৈরি হয়েছে নানা বিতর্ক। এভাবে ব্যাটসম্যানকে আউট করা ক্রিকেটের চেতনা পরিপন্থী কি না, সে প্রশ্নও উঠেছে। ম্যাথিউসকে টাইমড আউট করার একদিন পার হলেও বিষয়টি উত্তাপ ছড়াচ্ছে। 

এবার মাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস দাবি করেন, শ্রীলঙ্কায় যদি সাকিব আল হাসান কখনো খেলতে যান, তাহলে বাংলাদেশের অধিনায়ককে পাথর ছুঁড়ে মারবে সমর্থকরা।

ভারতের গণমাধ্যম ডেকান ক্রনিকালকে ট্রেভিন বলেন, 'আমরা খুবই হতাশ। বাংলাদশের অধিনায়কের কোনো স্পোর্টসম্যান স্পিরিট নেই। সে ভদ্রলোকের খেলায় কোনো মানবিকতা দেখায়নি। সাকিবকে শ্রীলঙ্কায় আমন্ত্রণ জানানো হবে না। সে যদি আন্তর্জাতিক অথবা এলপিএলের ম্যাচ খেলতে এখানে আসে তাহলে তাকে পাথর মারা হবে অথবা ভক্তরা তাকে বিদ্রুপ করবে।'

এরপরই ট্রেভিন জানান, শ্রীলঙ্কা গেলে সাকিবের উপর পাথর নিক্ষেপও করা হবে। তিনি বলেন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে তাহলে তাঁর উপর পাথর ছুঁড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে।’

এর আগে টাইগারদের বিপক্ষে সেই ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে ‘টাইমড আউটের’ ঘটনাকে সাকিব এবং বাংলাদেশের জন্য লজ্জাজনক হিসেবে আখ্যা দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমি ভুল কিছু করিনি। নিজেকে তৈরি করে ক্রিজে যাওয়ার জন্য আমার হাতে ২ মিনিট সময় ছিল এবং সেটা আমি করেছি। আমার (হেলমেট) সরঞ্জামে সমস্যা হয়েছিল।’

আরও পড়ুন: সাকিবকে টাইমড আউটের বুদ্ধি যিনি দিয়েছিলেন

তিনি বলেন, ‘আমি জানি না কাণ্ডজ্ঞান কোথায় হারাল। অবশ্যই সাকিব ও বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। যদি ওরা এভাবেই খেলতে চায় এবং এত নিচে নামে, আমার মনে হয় ওদের কোথাও একটা বড়সড় ঝামেলা আছে।’

তবে টাইমড আউটের এই চিন্তা সাকিব আল হাসান নিজে থেকে করেননি। তিনি এই বুদ্ধি পেয়েছিলেন দলেরই অন্য এক সতীর্থের কাছ থেকে। লঙ্কান অভিজ্ঞ তারকার বল মোকাবিলায় দেরি দেখে আবেদন করার কথা সাকিবকে জানান সেই ক্রিকেটার। দলের অন্য একজনের কাছ থেকে এই বুদ্ধি পাওয়ার কথা ম্যাচ শেষে জানান সাকিব, ‘যখন তার (ম্যাথিউসের) দেরি হচ্ছিলো তখন আমাদের দলের একজন আমাকে টাইমড আউটের কথা জানায়। তার কথা থেকেই আমরা আবেদনটা করি।'

 

পরে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, আসলে এমন চতুর বুদ্ধি তাকে দিয়েছিলেন? সাকিব সতীর্থের নাম গোপনই রাখেন। সাকিবের আবেদনের সময় তার পাশে ছিলেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দলের লিডিং গ্রুপেরও অংশ এই দুজন। তাদের মধ্য থেকে কেউও এই বুদ্ধি দিয়ে থাকতে পারেন অধিনায়ককে। এছাড়া সে সময় সাকিবের কাছাকাছি ছিলেন লিটন দাসও।