চ্যাম্পিয়ন্স ট্রফির আশা টিকে রইলো বাংলাদেশের
চলতি বিশ্বকাপে টানা ছয় ম্যাচ পর জয়ের দেখা পেল বাংলাদেশ। দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে আজ সোমবার শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে সাকিবরা। শুরুতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৭৯ রান করে শ্রীলঙ্কা। ৪১ ওভার এক বলে ওই রান তাড়া করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৪০.১ ওভারে ২৮২/৭, লক্ষ্য ২৮০ ( তাওহীদ হৃদয় ১৫*, তানজিম ৯*; তানজিদ ৯, লিটন দাস ২৩, সাকিব ৮২, নাজমুল হোসেন শান্ত ৯০, মুশফিকুর রহিম ১০, মাহমুদউল্লাহ ২২, মিরাজ ৩)
শ্রীলঙ্কা ৪৯.৩ ওভারে ২৭৯/১০ ( মাদুশাঙ্কা ০*; দুষ্মন্ত চামিরা ৪, রাজিথা ০, আসালাঙ্কা ১০৮, থিকশানা ২১, ধনাঞ্জয়া ৩৪, ম্যাথুজ ০, সাদিরা ৪১, নিসাঙ্কা ৪১, মেন্ডিস ১৯, পেরেরা ৪)
এ জয়ে পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কাকে টপকে সাতে উঠে এসেছে বাংলাদেশ। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেতে হলে থাকতে হবে শীর্ষ আটের মধ্যে। দুই দলেরই বাকি একটি করে ম্যাচ। নেট রান রেটে শ্রীলঙ্কাকে টপকে যাওয়ার ব্যাপার ছিল, তাতে সফল বাংলাদেশ। প্রথম ইনিংসের পর ম্যাচজুড়ে আলোচনার বিষয় বড় ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড-আউট, তাতে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়টি পেল বাংলাদেশ।