উড়তে থাকা ভারতকে থামাতে প্রস্তুত প্রোটিয়ারা, জেনে নিন পরিসংখ্যান
ক্রীড়াঙ্গনে আজ ব্যস্ততম একটি দিন। যেখানে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। টানা সাত ম্যাচ জিতে চলমান ওয়ানডে বিশ্বকাপে উড়ছে ভারত। দলটির জয়রথ থামিয়ে দ্বিতীয় দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা কি পারবে ভারতের জয়রথ থামাতে? এবার ভারতের সামনে পরীক্ষার দেয়ার পালা দক্ষিণ আফ্রিকার।
রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। আর ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
জয় পেতে ৭ ম্যাচের কোনটিতেই ঘাম ঝড়াতে হয়নি ভারতকে। প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করেই খেলেছে রোহিত-কোহলিরা। এবারের বিশ্বকাপে একমাত্র দল হিসেবে এখনও হারের মুখ দেখেনি ভারত। তবে ইনজুরিতে হার্দিক পান্ডিয়ার ছিটকে যাওয়ায় বড় ধাক্কা স্বাগতিক শিবিরে। পান্ডিয়ার জায়গায় দলে ডাক পেয়েছেন পেসার প্রসিধ কৃষ্ণকে।
অন্যদিকে এবারের আসরে ব্যাটিং ইউনিট হিসেবে রীতিমত তাণ্ডব চালাচ্ছে প্রোটিয়ারা। এই বিশ্বকাপেই নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে অঘটনের জন্ম দিলেও বাকি সবগুলো ম্যাচই জিতেছে টেম্বা বাভুমার দল। তাই স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিতে চাইবে দক্ষিণ আফ্রিকা।
তবে ভারতের বিপক্ষে প্রোটিয়াদের ম্যাচটি এখন অনেকটা নিয়মরক্ষার হলেও দুই দলের জন্য রাউন্ড রবিনের শীর্ষ স্থানে ওঠার লড়াই। ‘হাই ভোল্টেজ’ ম্যাচটিতে যদি বাভুমারা জেতেন, তবে নেট রানরেটে শীর্ষেও উঠে যাবে।
আরও পড়ুন: সেমিফাইনালে উঠতে পাকিস্তানকে কী করতে হবে?
এখন পর্যন্ত ৯০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০টিতে এবং ভারতের জয় ৩৭ ম্যাচে। পরিত্যক্ত হয়েছে ৩ ম্যাচ। বিশ্বকাপেও ভারতের বিপক্ষে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। পাঁচ বারের মোকাবেলায় দক্ষিণ আফ্রিকার জয় ৩টিতে। ভারত জিতেছে ২ ম্যাচে। অবশ্য বিশ্বকাপে সর্বশেষ দুই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় আছে ভারতের।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, প্রসিধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরার্ল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, এনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকুওয়াও, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন ও লিজার্ড উইলিয়ামস।
এবারের বিশ্বকাপে ৭ ম্যাচের মধ্যে চারবার ৩৫০ রানের গন্ডি পার করেছে প্রোটিয়ারা। এর মধ্যে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রান নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে করেছে দক্ষিণ আফ্রিকা। এমন দুর্দান্ত পারফরমেন্স নিয়ে এবার টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল ভারতের সামনে পরীক্ষার দেয়ার পালা দক্ষিণ আফ্রিকার।