০৪ নভেম্বর ২০২৩, ১০:৫৯

টিকে থাকার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

টিকে থাকার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
টিকে থাকার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান  © সংগৃহীত

চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে। তবে আজ নিউজিল্যান্ড তো বটেই, শেষ ম্যাচে ইংল্যান্ডকেও হারাতে হবে পাকিস্তানকে। শেষদিকে এসে জমে উঠেছে সেমিফাইনালের লড়াই। সেই লড়াইয়ে দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্বকাপের ৩৫তম ম্যাচে মাঠে নামছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচটি সেমিফাইনালে ওঠার জন্য উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ। যেখানে পাকিস্তান হারলেই এক ম্যাচ হাতে রেখে বিদায় নিশ্চিত হয়ে যাবে। 

একাদশে ফিরেছেন পেসার হাসান আলী। নিউজিল্যান্ড শিবিরে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে গত ১৩ অক্টোবরের ম্যাচে হাতে চোট পেয়েছিলেন তিনি। তাতে আফগানিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যান। 

দুই দলের শেষ ৫ দেখায় চারবারই জিতেছে পাকিস্তান। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে জয়ের হাসি হেসেছিল কিউইরা। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত ১১৫ ম্যাচের মধ্যে ৬০ ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান, ৫১ ম্যাচে জয় পায় নিউজিল্যান্ড। টাই ম্যাচ হয়েছে ১টি আর ৩ ম্যাচ ছিল পরিত্যক্ত। 

বিশ্বকাপেও এগিয়ে পাকিস্তান। ৯ ম্যাচের মধ্যে ৭ ম্যাচেই জয় পেয়েছে এশিয়ান দেশটি। সবশেষ ২০১৯ আসরেও কিউইদের ৬ উইকেটে হারায় বাবর আজমের দল।

আরও পড়ুন: 

পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। 

আজকের ম্যাচে নিউজিল্যান্ড জয় পেলে সেমিফাইনালের চার দল প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে পাকিস্তান জয় পেলে অপেক্ষা একটু বাড়বে। তাদের সেমিফাইনাল খেলার স্বপ্ন বেঁচে থাকবে। এ ম্যাচে মাঠে নামার আগে ৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে পাকিস্তানের অবস্থান ছয়ে। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬।