ক্রিকেট বিশ্বকাপ

শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারিয়ে প্রথম দেশ হিসাবে সেমিফাইনালে ভারত

শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার উচ্ছ্বাস কোহলিদের
শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার উচ্ছ্বাস কোহলিদের  © সংগৃহীত

৩০২ রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম দেশ হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। এদিন ভারতের ব্যাটিং এবং বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। এটি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় বড় হার।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার প্রথম ইনিংসে ঝড় তুলেছিলেন বিরাট কোহলি ও শুভমান গিলরা। যদিও দুজনেই আউট হয়েছেন সেঞ্চুরি থেকে কয়েক কদম দূরত্বে। এরপর শেষদিকে শ্রেয়াস আইয়ারও ম্যাজিক ফিগারের আশা জাগিয়ে ফিরে যান। কিন্তু ততক্ষণে ভারত বড় সংগ্রহ পেয়ে যায়। বিপরীতে লঙ্কান পেসার ‍দিলশান মাদুশঙ্কা ৫টি উইকেট শিকার করেন।

৩৫৮ রানের লক্ষ্য তাড়ায় লঙ্কানরা ক্রিজে দাঁড়াতেই পারেননি। তাদের ৫ ব্যাটারই আউট হন রানের খাতা খোলার আগে। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন মাত্র ৩ ব্যাটার। বিপরীতে উইকেট শিকারে প্রতিযোগিতা করেছেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজরা। তবে সেই দৌড়ে সেরা শামি।

ভারতের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট পাওয়ার দিনে ডানহাতি পেসার মাত্র ১৮ রান খরচায় নেন ৫ উইকেট। এছাড়া ১৬ রানে সিরাজ ৩ উইকেট এবং একটি করে শিকার করেন জসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence