২৮ অক্টোবর ২০২৩, ১৪:২১

 টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন

বাংলাদেশ-নেদারল্যান্ডস   © সংগৃহীত

কলকাতার ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর আড়াই টায় ‍শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের এবারের আসরে টানা চার ম্যাচ হেরে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। শক্তিমত্তা বিবেচনায় ডাচদের চেয়ে ঢের এগিয়ে টাইগাররা। তবে তাদের সাম্প্রতিক ফর্ম চিন্তার বড় কারণ। একই সঙ্গে বাড়তি চাপও আছে সাকিবের দলের। আসরে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। 

বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। নাসুমের জায়গায় নেয়া হয়েছে শেখ মেহেদি হাসানকে। ডানহাতি স্পিনের সঙ্গে ব্যাটটাও চালাতে পারেন তিনি। তাই ব্যাটিংয়ে বাড়তি বিকল্প পাচ্ছে দল। পেস বিভাগে হাসানের বদলি চোট কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদ।

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছিল সাকিব আল হাসানের দল। এরপর থেকে টানা হারে সেমিফাইনালের স্বপ্ন শেষ হতে বসেছে বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে ১৩৭ রানে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে, ভারতের কাছে ৭ উইকেটে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ১৪৯ রানে। তাই এই ম্যাচে জয়ে ফিরতে মরিয়া টাইগাররা। এই ম্যাচে ইনজুরি কাটিয়ে পেসার তাসকিন আহমেদের ফেরার কথা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেয়া ডাচরাও স্বপ্ন দেখছে দ্বিতীয় জয়ের। তারা টাইগারদের হারাতে মরিয়া। শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজের পর ইডেনে অনুশীলন করে বাংলাদেশ দল। একই সময়ে মাঠে নামে নেদারল্যান্ডসও।