২৭ অক্টোবর ২০২৩, ২৩:১৬

পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় দক্ষিণ আফ্রিকার

পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় দক্ষিণ আফ্রিকার
  © সংগৃহীত

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ কার্যত জয়ের বিকল্প ছিল না বাবর আজমদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের দেওয়া ২৭০ রানের টার্গেট নিয়ে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। রুদ্ধশ্বাস এই ম্যাচে ৪৭.২ ওভারে ১ উইকেট হাতে রেখে ২৭১ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

চেন্নাইর এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে শুক্রবার পাকিস্তান টস জিতে ব্যাট করতে নামে। বড় সংগ্রহের আশা জাগিয়েও ৪৬.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয় তারা। জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৭.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭১ রান করে জয় নিশ্চিত করে।

দক্ষিণ আফ্রিকার এটা টানা তৃতীয় জয়। এই জয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিলো প্রোটিয়ারা। অন্যদিকে পাকিস্তানের টানা চতুর্থ হার। এই হারে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল বাবরবাহিনী। অবশ্য অনেক যদি-কিন্তুর মারপ্যাচে নিভু নিভু সম্ভাবনা টিকে আছে।