ডি ককের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে দক্ষিণ আফ্রিকা
চলতি বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের। পাঁচ ম্যাচ খেলেই আসরে নিজের তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন এই প্রোটিয়া ওপেনার। আজ বাংলাদেশের বিপক্ষে ১০১ বলে স্পর্শ করেন শতক। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে ছুটছে দক্ষিণ আফ্রিকা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে তারা। ডি কক ১০১ ও হাইনরিখ ক্লাসেন ব্যাট করছেন ১৯ রানে।
এর আগে টস হেরে বোলিংয়ে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ৩৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দক্ষিণ আফ্রিকা ওপেনার ডি কক ও অধিনায়ক এইডেন মার্করামের জুটিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। তাদের ১৩১ রানের ওই জুটি ভেঙেছেন সাকিব। তবে ওপেনার ডি কক আরও একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন।
প্রোটিয়া শিবিরে প্রথম আঘাত হানেন শরীফুল ইসলাম। শূন্য রানে জীবন পাওয়া রেজা হেনড্রিকসকে ফেরান বোল্ড করে। ১৯ বলে ১ চারে ১২ রান করেন প্রোটিয়া এই ওপেনার।