‘সামনে আমরা ভালো খেলব’, সান্ত্বনা দিলেন শান্ত
বিশ্বকাপে এসে নাজমুল হোসেন শান্ত নিজেকে হারিয়ে খুঁজছেন। পথ হারিয়েছেন বাংলাদেশের ব্যাটাররাও। ব্যাটারদের ব্যর্থতায় ভারতের কাছে বড় পরাজয়ে বিশ্বকাপে টানা তিন ম্যাচে হারল সেমিফাইনালের স্বপ্ন নিয়ে খেলতে আশা বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে ৯৩ রান আসার পরও বাংলাদেশ ভারতকে কোনোরকমে টেনেটুনে দিয়েছিল ২৫৭ রানের লক্ষ্য। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে বিরাট কোহলির ৪৮ তম ওয়ানডে সেঞ্চুরিতে সহজেই সেই লক্ষ্য ছুঁয়েছে ভারত।
আরও পড়ুন: দুই সপ্তাহের ব্যবধানে চবির তিন হলে ছাত্রলীগের সংঘর্ষ
আগের তিন ম্যাচে ওপেনাররা বড় রান করতে না পারলেও আজ পুনেতে ফিফটি পেয়েছেন দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন কুমার দাস। বাংলাদেশ বড় রান পায়নি মিডলঅর্ডারের ব্যাটিং ধসে। শান্ত তিন ম্যাচ ধরে রান পাচ্ছেন না। তৌহিদ হৃদয়ও হারিয়েছেন রান করার ক্ষমতা।
ব্যাটিং স্বর্গে বড় রান করতে না পারার দায় ব্যাটারদের দিয়ে শান্ত বলেছেন, ‘আমি যেটা উপলব্ধি করতে পারছি সেটা হলো আমরা ভালো ব্যাটিং করিনি। আশা করি সামনে আমরা সামনে ভালো খেলব।’