ইনজুরি সত্ত্বেও ভারতের বিপক্ষে খেলতে চান সাকিব
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ১১:২২ AM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৩, ১১:২২ AM
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ চলাকালীন উরুর পেশিতে চোট পেয়েছেন। আর এই চোটের কারণেই ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
তবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সদস্য খালেদ মাহমুদ জানিয়েছেন, শারীরিকভাবে ভালো বোধ করায় ভারতের বিপক্ষে খেলতে আগ্রহী সাকিব। খালেদ মাহমুদ বলেন, বর্তমানে সাকিবের পায়ের ব্যথা নেই, তবে ম্যাচে তার খেলা এখনও নিশ্চিত নয়।
বেশ কয়েকটি ম্যাচ সামনে থাকায় চিকিৎসকদের পরামর্শ মেনে সাকিবের ফিটনেসের ওপর গুরুত্বারোপ করেন মাহমুদ।
টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে লিটন দাসের সাম্প্রতিক বাকবিতণ্ডার বিষয়ে খালেদ মাহমুদ এ ঘটনায় বিস্ময় ও দুঃখ প্রকাশ করেন এবং সাংবাদিকদের প্রতি দলের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে, ব্যাপক সমালোচনার জেরে লিটন ক্ষমা চেয়েছেন।
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র জয় পেয়েছে এবং নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে হেরেছে।