১৩ অক্টোবর ২০২৩, ২৩:১৩

মাঠ থেকে সরাসরি হাসপাতালে সাকিব

সাকিব আল হাসান  © সংগৃহীত

বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পরেই হাসপাতেলর উদ্দেশে রওয়ানা দেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যার ফলে ম্যাচ পরবর্তী কনফারেন্সে তিনি আসতে পারেননি। 

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের চিদম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করে নিউজিল্যান্ড। 

বাংলাদেশে ব্যাটিংয়ের সময় সাকিব হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিল। যদিও পরবর্তিতে তিনি ব্যাটিং ও বোলিং করেন। ব্যাট হাতে সাকিব ৫১ বলে ২ ছয় ও ৩ চারের সাহায্যে খেলেন ৪০ রানের ইনিংস। আর বল হাতে ১০ ওভারে ৫৪ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। 

সাকিবের হাসপাতালে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনেও সাকিবের পরিবর্তে আসা সহ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনি জানান, সাকিব হাসাপাতালে স্ক্যান করার উদ্দেশে গিয়েছেন। ইনজুরির অবস্থা রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। 

অবশ্য আসর শুরু আগেও একবার ইনজুরিতে পড়েন সাকিব। ভারতে যাওয়ার পরই ফুটবল অনুশীলন করতে গিয়ে পায়ের গোড়ালিতে ব্যথা পান তিনি। যে কারণে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও খেলেননি বাঁ-হাতি এই অলরাউন্ডার।