পরপর দুই বলে দুই উইকেট নেই বাংলাদেশের
৩৬৫ রানের পাহাড় ডিঙ্গানোর লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথমেই বাংলাদেশ দুই উইকেট হারালো। রিস টপলে টানা দুই বলে সাজঘরে ফিরিয়ে দিলেন তানজিদ তামিম আর নাজমুল হোসেন শান্তকে। তামিম দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন ১ করে, পরের বলে শান্ত (০) ড্রাইভ করে পয়েন্টে ধরা পড়েন লিভিংস্টোনের হাতে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭ রান। লিটন দাস ২৩ রানে ও এম হাসান ৪ রানে অপরাজিত আছেন।
এর আগে একটা সময় মনে হচ্ছিল, অনায়াসে চারশ পার হয়ে যাবে ইংল্যান্ডের। তবে ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে ইংলিশদের ওতটা রান তুলতে দেয়নি বাংলাদেশ।
সবমিলিয়ে ৯ উইকেটে ৩৬৪ রানে থেমেছে ইংল্যান্ডের ইনিংস। ফলে জিততে হলে ৩৬৫ রানের কঠিন এক লক্ষ্য পাড়ি দিতে হবে বাংলাদেশকে।
এর আগে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।