১০ অক্টোবর ২০২৩, ০৯:৪৫

বিশ্বকাপে তিনবারের দেখায় ইংল্যান্ডকে দু’বার হারিয়েছে বাংলাদেশ

ধর্মশালায় বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ মাঠে গড়াবে আজ  © ইন্টারনেট

ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নদের বিপক্ষে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) মাঠে নামছে টাইগাররা। বিশ্বকাপের খেলায় ধর্মশালায় বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুরুটা ভালোভাবেই রাঙিয়েছে টাইগাররা। এবার সামনে বড় চ্যালেঞ্জ।

এ ম্যাচ সামনে রেখে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেটে টাইগাররা ব্যস্ত সময় কাটিয়েছে। সবাই ঝালিয়ে নিয়েছেন নিজেদের। সামনে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও বিশ্বকাপের পরিসংখ্যানে সমান অবস্থানে দু’দল।

ওয়ানডে বিশ্বকাপের শেষ তিনবারের দেখায় ইংল্যান্ডকে দু’বার হারিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের মাঠে সর্বশেষ আসরে পাত্তা না পেলেও ভারতের কন্ডিশনে তাদের হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। বিশ্বকাপে চারবারের দেখায় দুবার করে জয় পেয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড।

আরো পড়ুন: সাকিবকে অধিনায়কত্ব দেওয়া সেরা সিদ্ধান্ত—বলছে বিসিবি

তবে ওয়ানডের পরিসংখ্যানে ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। ২৪ বার মুখোমুখি হয়েছে দু’দল। এতে ইংল্যান্ডের জয় ১৯ ম্যাচে। বাংলাদেশের জয় পাঁচটিতে।

সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান বলেছেন, বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। তবে এখানকার কন্ডিশন ইংল্যান্ডকে সুবিধা দেবে। দিনের বেলা বল বেশি বাউন্স করতে পারে। ফলে ইংল্যান্ড বেশি সুবিধা পেতে পারে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্পিনাররা দারুণ করেছে। তারা চাপের মধ্যে ভালো লড়াই করতে পারে। তবে এবারও পরিস্থিতি তেমন ইংল্যান্ড বেশি সুবিধা পাবে।