বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দুপুরে শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল   © সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র ৬ দিন। এরই মধ্যে বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছে গেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের মূলপর্ব শুরুর আগে সেখানে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে আজ (শুক্রবার) শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিবের দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় আসামের গুয়াহাটিতে ম্যাচটি শুরু হবে। 

বাংলাদেশ ছাড়াও আজ বাকি দুটি খেলায় নিউজিল্যান্ড বনাম পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে আফগানিস্তানের প্রস্তুতি ম্যাচ রয়েছে। 

আরও পড়ুন: ‘প্রয়োজনে যেকোনো বাংলাদেশিকে ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে নানা বিতর্ক চলছে দেশের ক্রিকেট। বিশ্বকাপ স্কোয়াডে তামিম ইকবালের না থাকা এবং সাবেক এই অধিনায়কের ১২ মিনিটের এক ভিডিও বার্তা নিয়ে তোলপাড় চলছে। এর মধ্যেই সাকিব আল হাসানের পাল্টা একটি সাক্ষাৎকার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। ভিডিও বার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তবে এসব পার করে এখন বাংলাদেশকে নামতে হবে মাঠের ক্রিকেটে।

এদিকে, গত দু’দিনে দেশের ক্রিকেট নিয়ে যা ঘটেছে সেগুলো ভুলে বিশ্বকাপ দলের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন।


সর্বশেষ সংবাদ