বরিশালের হয়ে খেলবেন তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ
চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফট অনুষ্ঠান। বিপিএলে খেলার জন্য আগ্রহ দেখিয়েছেন ৪৪৩ জন বিদেশি ক্রিকেটার। ৭ ক্যাটাগরিতে ২০৩ জন দেশি ক্রিকেটার আছেন বিপিএলের ড্রাফটে। মুশফিকুর রহিমকে প্রথম ডাকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। ক্যাটাগরি অনুযায়ী প্লেয়ার্স ড্রাফটে মুশফিকের পারশ্রমিক নির্ধারণ করা হয়েছিল ৮০ লাখ টাকা। যার মানে তিনি ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে।
বাংলার ক্রিকেটের তিন নক্ষত্র তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের পর মুশফিকুর রহিমকেও দলে ভেড়ালো ফ্রাঞ্চাইজিটি। তিন নম্বরে ডাকের সুযোগ মিলতেই বরিশালের হয়ে মুশফিককে ডেকে নেন বন্ধু তামিম ইকবাল। ক্যাটাগরি এ থেকে ভিত্তিমূল্য আশি লাখে তাকে দলে টানে ফরচুন বরিশাল। দ্বিতীয় ডাকে তারা দলে ভিড়িয়েছে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী স্পিনার রকিবুল হাসানকে।
এখন পর্যন্ত বিপিএলের ৯ আসরে কখনই শিরোপার স্বাদ পাননি মুশফিকুর রহিম। সেই অধরা শিরোপার খোঁজে মুশফিক এবার ফরচুন বরিশালে। গত বিপিএলেও ফাইনাল খেলেছিলেন। পেয়েছিলেন ফিফটিও। তবে শিরোপা জেতা হয়নি। ফরচুন বরিশালে মুশফিক সতীর্থ হিসেবে পাচ্ছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদকে। এ ছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে এরই মধ্যে তারা নিশ্চিত করেছে ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি ও দুনিথ ভেল্লালাগেকে।
খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে খেলতে দেখা যায় আফিফ হোসেন ধ্রুবকে। নিজেদের পরের ডাকে রুবেল হোসেনকে দলে নিয়েছে খুলনা। নিজেদের তৃতীয় ডাকে মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে নিয়েছে বরিশাল। নিজেদের প্রথম ডাকে রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে রনি তালুকদারকে।
এদিকে বিপিএল থেকেও ছিটকে গেলেন এবাদত। চলতি মাসেই হাঁটুর চোটের কারণে অস্চ্রপচার করেছেন এবাদত। যে কারণে ৬ থেকে ৭ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তারকা এই পেসার। আর এই কারণেই আসন্ন বিপিএলে খেলা হচ্ছে না এবাদতের। এবারের আসরে বি ক্যাটাগরিতে ছিলেন এবাদত মূল্য হিসেবে ছিল ৫০ লাখ টাকা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
রিটেইন- লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান ও সুনীল নারাইন।
ডিরেক্ট সাইনিং- তাওহীদ হৃদয়, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ ও রশিদ খান।
ড্রাফট থেকে- জাকের আলী অনিক, মৃত্যুঞ্জয় চৌধুরি,
দুর্দান্ত ঢাকা
রিটেইন- তাসকিন আহমেদ, আরাফাত সানি ও শরিফুল ইসলাম।
ডিরেক্ট সাইনিং- মোসাদ্দেক হোসেন সৈকত।
ড্রাফট থেকে- ইরফান শুক্কুর, সাইফ হাসান,
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
রিটেইন- শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদুজ্জামান।
ডিরেক্ট সাইনিং- শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ হাসনাইন।ড্রাফট থেকে- তানজিম হাসান সাকিব, আল আমিন জুনিয়র,
খুলনা টাইগার্স
রিটেইন- নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।
ডিরেক্ট সাইনিং- এভিন লুইস, ফাহিম আশরাফ ও ধনঞ্জয়া ডি সিলভা।
ড্রাফট থেকে- আফিফ হোসেন, রুবেল হোসেন,
রংপুর রাইডার্স
রিটেইন- নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান।
ডিরেক্ট সাইনিং- সাকিব আল হাসান, বাবর আজম, ইহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্র্যান্ডন কিং ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ড্রাফট থেকে- রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি,
ফরচুন বরিশাল
রিটেইন- মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ ও ইব্রাহীম জাদরান।
ডিরেক্ট সাইনিং- তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি ও দুনিথ ওয়েলালাগে।
ড্রাফট থেকে- রাকিবুল হাসান, মুশফিকুর রহিম
সিলেট স্ট্রাইকার্স
রিটেইন- মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান ও তানজিম হাসান সাকিব।
ডিরেক্ট সাইনিং- নাজমুল হোসেন শান্ত, রায়ান বার্ল, হ্যারি টেক্টর।
ড্রাফট থেকে- রেজাউর রহমান রাজা, মোহাম্মদ মিঠুন,