২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৭

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

পাকিস্থান ক্রিকেট দল  © ফাইল ফটো

আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ইনজামাম উল হক। তার ঘোষিত দলে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার হাসান আলী। নাসিম শাহ ইনজুরিতে থাকায় তাকে দলে নেওয়া হয়েছে।

চার পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে পাকিস্তান। বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির আলোচনায় থাকলেও জায়গা পাননি বিশ্বকাপ দলে। স্পিন আক্রমণে শাদাব খান ও নওয়াজের সঙ্গে ডাক পেয়েছেন লেগ স্পিনার উসামা মীর। 

পাকিস্তানের দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, আগা সালমান, সৌদ শাকিল, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলী, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।