২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪১

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, নাসিম শাহর আবেগঘন স্ট্যাটাস

পাকিস্তান ক্রিকেট দল  © ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপের জন্য হাতে সময় আছে মাত্র ১২ দিন। এশিয়া কাপ ও ইনজুরির কারণে এতো দিন দল ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) অধিনায়ক ও সহ-অধিনায়কের সঙ্গে বৈঠকের পর শুক্রবার দল ঘোষণার কথা জানায় তারা।

অবশেষে আজ (২২ সেপ্টেম্বর) ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শাদাব খানকে। 

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পাওয়া ফাস্ট বোলার নাসিম শাহ দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। তাই পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি তার।

বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ কিছুটা হলেও পুড়াচ্ছে নাসিমকে! দল ঘোষণার পরপরই তার ভক্তদের উদ্দ্যেশে একটি টুইট করেন তিনি। এই পেসার সেখানে লিখেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের জানাচ্ছি, আমি এই দারুণ একটা দলের অংশ হতে পারিনি, যারা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে। আমি হতাশ হলেও এটা বিশ্বাস করি যে, সবকিছু আল্লাহর হাতে। দ্রুতই মাঠে ফিরব ইনশাআল্লাহ!’

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: 
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আগা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী।

রিজার্ভ ক্রিকেটার:  মোহাম্মদ হারিস, আবরার আহমাদ, জামান খান।