২০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১২

মোহাম্মদ সিরাজ এখন ওয়ানডের ১ নম্বর বোলার, পেছনে কে?

মোহাম্মদ সিরাজ  © ইন্টারনেট

এশিয়া কাপের ফাইনালে এক ওভারে চারটিসহ শ্রীলঙ্কার ছয় উইকেট নিয়েছিলেন ২১ রানে। ভারত যে ১০ উইকেটের জয়ে ট্রফি হাতে তোলে, তাতে মূল অবদান মোহাম্মদ সিরাজের। শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে অলআউট করায় মূল অবদান ডানহাতি এ পেসারের।

এমন দুর্দান্ত বোলিংয়ের ছাপ পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। আট ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন ভারতীয় পেসার। গত জানুয়ারিতে প্রথমবার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন সিরাজ। তবে মার্চে অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড শীর্ষে ওঠেন।

আরো পড়ুন: মিরাজের ফেসবুক পেজ উধাও

এশিয়া কাপে ১২.২ গড়ে সিরাজের উইকেট ১০টি। এ পারফরম্যান্সই হ্যাজলউড, রশিদ খান, ট্রেন্ট বোল্টদের পেছনে ফেলেছে। আফগানিস্তানের স্পিনার মুজিব উর রেহমান ও রশিদও এগিয়েছেন। দু’ধাপ এগিয়ে মুজিব চারে। রশিদ তিন ধাপ এগিয়ে আছেন পাঁচে। 

সিরাজের চেয়ে ১৬ রেটিং পয়েন্ট কম নয়ে দুই নম্বরে হ্যাজলউড। তিনে থাকা বোল্ট তার চেয়ে পিছিয়ে এবক পয়েন্টে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান সাকিব আল হাসানের, তিনি ১৪ নম্বরে আছেন। মোস্তাফিজুর রহমান তিন ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে গেছেন।