বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের টিকিটের দাম জানাল বিসিবি
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে একেকটি ম্যাচের টিকিট, যেখানে সর্বোচ্চ মূল্য দেড় হাজার টাকা।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসায়াল সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টে টিকেল মূল্যের এই ঘোষণা দেওয়া হয়।
মিরপুরে অনুষ্ঠিতব্য তিনটি ম্যাচের প্রতিটির ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। এছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১ হাজার টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য দেড় হাজার টাকা।
মিরপুর স্টেডিয়াম সংলগ্ন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকেট বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে অনলাইনে ঘরে বসে টিকিট কেনা যাবে।
আগামী ২১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৬ সেপ্টেম্বর। প্রতি ম্যাচের টিকিট পাওয়া যাবে ম্যাচের ২ দিন আগে থেকে।
দুই দলের স্কোয়াড
বাংলাদেশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড : লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।