এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা
এবারের এশিয়া কাপে দারুণ সম্ভাবনাময় এক দল ছিল বাংলাদেশের। তবে এবারের আসরে বাংলাদেশ দলের শুরুটা ভালো না হলেও শেষ ম্যাচে জয় দিয়েই এশিয়া কাপ যাত্রার ইতি টেনেছে সাকিবের দল। এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগাররা। তবে খুব বেশি দিন বিশ্রামে থাকতে পারবেন না টাইগাররা। আগামী ২১ তারিখ থেকেই শুরু হবে বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ।
এশিয়া কাপে আগফানিস্তানের বিপক্ষে বড় জয়ে সুপার ফোর নিশ্চিত করলেও এই অংশের প্রথম দুই ম্যাচেই হেরেছে সাকিব আল হাসানের দল। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর অবশ্য ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে টাইগাররা।
সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করে হার। টুর্নামেন্ট আসলে সেখানেই শেষ বাংলাদেশের। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারত-বাংলাদেশ ম্যাচটা ছিল স্রেফ নিয়মরক্ঃরে। তবে এই ম্যাচে রোহিতদের হারিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস পেয়েছে সাকিবের দল।
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরাশক্তি ভারতকে ১১ বছর পর আবার হারালো বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের আত্মবিশ্বাস আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দলের খেলোয়াড়রা।
আরও পড়ুন: ভারতকে হারানোর পর আই লাভ ইউ, সাকিবকে শিশির
ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর ২০ দিনের মতো। এশিয়া কাপের ভুলগুলো দ্রুত কাটিয়ে উঠতে এই ২০ দিন ভালোভাবেই কাজে লাগাতে হবে বাংলাদেশকে। এছাড়া শেষের দিকে তাক লাগানো শেখ মেহেদী-তানজিম সাকিবদের কিভাবে কাজে লাগানো যায় এই টুর্নামেন্টে, সেটাও এখন ভাবনার বিষয়।