১০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৬

হাইভোল্টেজ ম্যাচে টস জিতেছে পাকিস্তান, ব্যাটিংয়ে ভারত

হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান   © সংগৃহীত

আজ আবারও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। যখনই ভারত-পাকিস্তান ক্রিকেটের ২২ গজে মুখোমুখি হয়, উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। দুদলেই থাকে বিশ্বসেরা সব ক্রিকেটার, মাঠে যারা উপহার দেন অসাধারণ সব পারফরম্যান্স। সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

রোববার (১০ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। গ্রুপ পর্বের মত সুপার ফোরেও রয়েছে বৃষ্টির শঙ্কা। প্রতিপক্ষের পেসারদের নিয়ে ভাবনায় টিম ইন্ডিয়া। ওয়ানডের সেরা ব্যাটার বাবর আজমের প্রশংসা করেছেন শুভমান গিল। অন্যদিকে স্নায়ু চাপ জয় করতে চায় পাকিস্তান। 

ভারতের ক্রিকেটার শুভমান গিল বলেন, বৃষ্টি আমাদের হাতে নেই। নিজেদের দিকে ফোকাস রাখছি। অন্য দলের মত একই পরিকল্পনা থাকবে পাকিস্তান ম্যাচে।

শ্রীলঙ্কায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সেপ্টেম্বরে সাধারণত এত বৃষ্টিপাত হয় না কলম্বোয়। কিছু ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও অতীতে এ সময় কলম্বোয় বেশির ভাগ আন্তর্জাতিক সফলভাবেই আয়োজন করেছে শ্রীলঙ্কা। দ্বীপদেশটিতে সাধারণত অক্টোবরে শুরু হয় বর্ষাকাল। তবে সুপার ফোরের এ ম্যাচে ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে বলে গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বরাত দিয়ে জানিয়েছিল ক্রিকইনফো। সুপার ফোরে শুধু এ ম্যাচেই রিজার্ভ ডে ভারত-পাকিস্তান ছাড়া অন্য কোনো দল পাবে না।

তবে ম্যাচের নির্ধারিত দিনে ফল বের করার চেষ্টা করবেন আম্পায়াররা। বৃষ্টি হানা দিলে কিংবা কোনো কারণে ম্যাচ শেষ হতে দেরি হলে খেলার সময় দেড় ঘণ্টা বাড়ানো হবে। আগামীকাল অর্থাৎ রোববার ম্যাচের নির্ধারিত দিনে যদি ফল না পাওয়া যায় তাহলে ম্যাচ যেখানে শেষ হয়েছিল পরের দিন রিজার্ভ ডে সেখান থেকেই শুরু হবে। 

এদিকে রেকর্ডের সামনে বাবর আজম। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ২০ সেঞ্চুরির মালিক সাঈদ আনোয়ারের চেয়ে এক সেঞ্চুরি দূরে। 

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জাসপ্রিত বুমরাহর অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত। এক্ষেত্রে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন ডানহাতি পেসার মোহাম্মদ শামি। নেপালের বিপক্ষে খেলা দল থেকে আপাতত দুজনই সাইড বেঞ্চে বসে থাকতে হতে পারে। এখন পর্যন্ত এই আভাসই পাওয়া যাচ্ছে।

এদিকে আজকের ম্যাচের একাদশও একদিন আগে ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। বাংলাদেশ ম্যাচের একাদশ নিয়েই ভারতের বিপক্ষে নামছে তারা। একাদশে আছেন চার পেসার অর্থাৎ শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফের সঙ্গে একাদশে নেওয়া হয়েছে পেস অলরাউন্ডার ফাহিম আশরাফকে। অফ ফর্মে থাকলেও একাদশে টিকে গেছেন ওপেনার ফখর জামান। 

পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।