মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরলেন সাকিবও
চলতি এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে পরপর দুটি ম্যাচ হেরে বিদায়ের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এখনও ভারতের বিপক্ষে একটি ম্যাচ রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এর মধ্যে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি খেলেই ঢাকায় ফিরেছেন মুশফিকুর রহিম। পারিবারিক কারণে তাঁর ঢাকায় ফেরার বিষয়টি আগেই ঠিক করা ছিল। কিন্তু মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও।
শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে হেরেছে বাংলাদেশ। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন বাংলাদেশ টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায়। সাদিরা সামারাবিক্রমা ও কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ভালো শুরুর পরও টানা উইকেট হারিয়ে ২৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
এশিয়া কাপে বাংলাদেশ তাদের পরের ম্যাচটি খেলবে ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। এর আগে ১৩ সেপ্টেম্বর সাকিব–মুশফিক দুজনেরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।
গত ৮ সেপ্টেম্বর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রীলঙ্কার ম্যাচ শেষে ১০ তারিখে পারিবারিক কারণে দেশে ফিরবেন মুশফিকুর রহিম। মুশফিক এবং তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি দম্পতির সংসারে আসতে চলেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। আর সন্তান জন্মের সময়টাতে নিজের স্ত্রীর পাশেই থাকত চান মুশফিক।
এ কারণেই দলকে নিজের দেশে ফেরার কথা আগেই জানিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের ম্যাচটির পরই দেশে ফেরার কথা ছিল তার। সে সময়ে সাকিবের বিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু হঠাৎ বিশ্বসেরা অলরাউন্ডারের দেশে ফেরার খবরে অবাক হয়েছেন ভক্তরা। সাকিবের দেশে ফেরার কারণটি এখনও অজানা।