০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২২

জোড়া গোলে পেলেকে টপকে রেকর্ডবুকে নেইমার

জোড়া গোলে পেলেকে টপকে রেকর্ডবুকে নেইমার  © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আজ আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিতের জন্য মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বজয়ীরা। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। তবে চোট থেকে সেরে ওঠে জাতীয় দলের হয়ে মাঠে নেমেই জোড়া গোলের দেখা পেয়েছেন এই  ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গোলের পর এ ম্যাচে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যান নেইমার।  ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল এখন নেইমারের (৭৯)। 

শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌণে ৭টায় ব্রাজিলের বেলেমের এস্তাদিও এস্তাদুয়াল জার্নালিস্তায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। দলের হয়ে জোড়া গোল করেন নেইমার, রদ্রিগো ও একটি গোল করেন রাফিনহা। এতে করে বলিভিয়াকে ৫-১ গোলে পরাজিত করেছে ব্রাজিল।

বলিভিয়ার বিপক্ষে এই জোড়া গোলের মাধ্যমে কিংবদন্তি পেলেকে টপকে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন নেইমার। ঘরের মাঠে ম্যাচের ১৭ মিনিটেই গোল করার সুবর্ণ সুযোগ এসেছিল নেইমারের সামনে। পেনাল্টি নিতে বরাবরই দক্ষ তিনি। কিন্তু আজ নিলেন দুর্বল এক শট। তবে ম্যাচের ২৪ মিনিটেই জটলার ভেতর দূরহ কোণ থেকে পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে ব্রাজিলকে লিড এনে দেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো।

বিরতির পর ব্রাজিল যেন আরও ধারাল। বিরতি থেকে ফিরে গোল উৎসবে মাতে ব্রাজিল। ৪৭ মিনিটে নেইমারের অ্যাসিস্টেই গোল করেন ভাগ্যগুনে দলে সুযোগ পাওয়া রাফিনহা। বান্ধবীকে নির্যাতনের কারণে দল থেকে বাদ পড়েন অ্যান্তোনিও। তার জায়গায় সুযোগ পেয়েছিলেন এ বার্সেলোনা তারকা। আর সে সুযোগের সদ্ব্যবহার করলেন তিনি। 

ম্যাচের ৫৩তম মিনিটে নিজের জোড়া গোল ও দলের হয়ে তৃতীয় গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো। তবে সকলের আগ্রহের কেন্দ্রে ছিলেন নেইমার। অবেশেষে নেইমার তার ভক্তদের হতাশ করেননি। ম্যাচের ৬১তম মিনিটে ডিবক্সের ভেতর অনেকটা জটলার মধ্যেই রদ্রিগোর পা ঘুরে বল আসে তার সামনে। 

ফার্স্ট টাইম শটে গোল করে রেকর্ডবুকে নিজের নাম লেখালেন ব্রাজিলিয়ান পোস্টারবয়। এই গোলের মধ্যদিয়ে নেইমার ছাড়িয়ে যান কিংবদন্তি পেলেকে। এর ফলে পেলের ৭৭ গোল ছাড়িয়ে নেইমারের গোল এখন ৭৮। পরে আরেকটি গোল করে সেটিকে ৭৯ তে নিয়ে যান নেইমার। নেইমারের এমন কীর্তির অপেক্ষায় অবশ্য ছিল পুরো ফুটবল দুনিয়া।

বলিভিয়াকে বিধ্বস্ত করে ৫-১ গোলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটিতে দাপটের সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এমন জয়ে বিশ্বকাপ বাছাই দুর্দান্ত ভাবেই শুরু হল ব্রাজিলের। লাতিন অঞ্চলের দলগুলো ইতোমধ্যে একটি করে ম্যাচ শেষ করেছে। যেখানে চারটি দলের পয়েন্ট সমান ৩ করে। কিন্তু গোল গড়ে ব্রাজিল শীর্ষে, উরুগুয়ে দ্বিতীয় স্থানে ও র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান টেবিলের তিনে।