০৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৫

ভোরে মাঠে নামছে ব্রাজিল

  © ফাইল ছবি

লাতিন আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আগামীকাল শনিবার মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বলিভিয়া। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে ব্রাজিলের বেলেমের এস্তাদিও এস্তাদুয়াল জার্নালিস্টয় মাঠে নামবে দুই দল।

সর্বশেষ কাতার বিশ্বকাপে বিদায়টা সুখকর হয়নি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। এরপর কয়েকটি প্রীতি ম্যাচেও তারা হারের বৃত্ত থেকে বের হতে পারেনি। তবে বিশ্বকাপের বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে নিশ্চয়ই সেই পরিস্থিতি বদলাতে চাইবে সেলেসাওরা।

এই ম্যাচের ইনজুরির কারণে দলে নেই ভিনিসিয়ুস জুনিয়র। তবে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য সুখবর নেইমারের অন্তর্ভুক্তি। এ ছাড়া রিচার্লিসনের জায়গায় দলে ফিরেছেন গ্যাব্রিয়েল জেসুস। তাই ঘরের মাঠে এই ম্যাচে বিশ্বকাপের হতাশা ভুলে নতুনভাবে শুরু করতে চান ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়র। এমনকি অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজও লকে ভালো অবস্থানে নিয়ে যেতে চান।

ফিফা প্লাসে ম্যাচটি সরাসরি দেখা যাবে। এ ছাড়া ব্রাজিলের স্পোর্ট-টিভি, গ্লোবো, অ্যারেনা স্পোর্টস ওয়ান চ্যানেল ও ফুবো টিভিতেও ম্যাচটি দেখা যাবে। অন্যদিকে দক্ষিণ এশিয়া অঞ্চলের সমর্থকরা ইউটিউব-ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ে ম্যাচটি দেখতে পারবেন। পাশাপাশি মোবাইল অ্যাপ স্পটিফাই-এ ম্যাচটি দেখা যাবে।