সাকিবদের সামনে পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল
২০১৯ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে স্বাগতিক ম্যান ইন গ্রিনদের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের আসরের সুপার ফর পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ। গত চার বছরে ওয়ানডের বাংলাদেশ যেমন এগিয়েছে, পাকিস্তানও চলেছে দুর্বার গতিতে। ওয়ানডে র্যাঙ্কিংয়েই এখন তারা ১ নম্বর দল। নিজেদের সর্বশেষ ১০ ওয়ানডেতে হার মাত্র ১টিতে।
বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে লড়তে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান।
আজকের ম্যাচটি হবে এবারের আসরে পাকিস্তানের মাটিতে সবশেষ ম্যাচ। আর এতে জয়ের জন্য প্রথমবারের মত ইতিহাসের জন্ম দিতে হবে বাংলাদেশকে। কেননা, এখনো পর্যন্ত কখনোই পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হারাতে পারেনি বাংলাদেশ।পরিসংখ্যানে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এখনো পর্যন্ত ৩৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
এসবের মধ্যে টাইগাররা জয় মাত্র ৫টিতে, বাকি ৩৭টিতেই জয়ী হয়েছে পাকিস্তান। এদিকে রঙিন পোশাকের দীর্ঘ সংস্করণে ম্যান ইন গ্রিনদের সঙ্গে সবশেষ বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। ইংল্যান্ডের মাটিতে হওয়া বিশ্বকাপের লর্ডসের সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৯৪ রানে। এরপর আর বাবরদের সঙ্গে কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি টাইগাররা।
এদিকে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলায়ও পরিসংখ্যান কথা বলছে না বাংলাদেশের হয়ে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে এখনো পর্যন্ত ১৪টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে টাইগাররা। বাংলাদেশ শেষ হাসি হেসেছে মাত্র ২টি ম্যাচে। বাকি ১২টি ম্যাচই জিতে নিয়েছে পাকিস্তান। তবে সাকিবদের জন্য আত্মবিশ্বাসের কারণ হতে পারে ২০১৬ এবং ২০১৮ এশিয়া কাপের স্মৃতি।
এদিকে বাংলাদেশ যে পাঁচটি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে এসবের মধ্যে তিনটি জয়ই এসেছে মিরপুরে। বাকি দুইটির একটি নর্থাম্পটনে ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে, অন্যটি আবুধাবিতে ২০১৮ সালে।
এবারের এশিয়া কাপেও তারা এসেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবেই। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে কোনো ম্যাচই হারেনি পাকিস্তান। তাই লাহোরে কাল জয় পেতে হলে ইতিহাসই সৃষ্টি করতে হবে বাংলাদেশকে।