সুপার ফোর নিশ্চিত করতে সাকিবদের সামনে যে সমীকরণ
এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ে সুপার ফোরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যদিও কাগজে কলমে এখনও টিকে আছে লাল সবুজের প্রতিনিধিরা। তাই টাইগার সমর্থকদের মনে প্রশ্ন উঠছে, শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পরেও সুপার ফোরে কিভাবে যেতে পারবে বাংলাদেশ দল? সুপার ফোরে বাংলাদেশকে যেতে হলে পরের ম্যাচতো জিততে হবে এর সঙ্গে তাকিয়ে থাকতে হবে নানা সমীকরনের দিকে।
বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়। তাই এ ম্যাচে জিততেই হবে টাইগারদের। হারলেই এশিয়া কাপ শেষ।
এবারের এশিয়া কাপে দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার ফোরে নাম লেখাবে। দলগুলোর পয়েন্ট সমান থাকলে অবস্থান নির্ধারিত হবে নেট রানরেটের ভিত্তিতে। তাই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানেই জিততে হবে। কারণ প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে হারের পর টাইগারদের রানরেট ঋণাত্মক পর্যায়ে রয়েছে।
এদিকে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেই বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে না। শ্রীলঙ্কার কাছে আফগানদের হারের অপেক্ষায়ও থাকতে হবে টাইগারদের। তাহলে বাংলাদেশকে আর কোনো সমীকরণের মারপ্যাঁচে যেতে হবে না, সরাসরিই গ্রুপপর্ব পেরিয়ে সুপার ফোরে যাবে সাকিব-তাসকিনরা।
আগামী ৫ সেপ্টেম্বর লাহোরে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। লঙ্কানদের সাথে আফগানরা জয় লাভ করলে বাংলাদেশকে দেশে ফেরা টিকিট ধরতে হতে পারে। কেননা গ্রুপের তিন দলেরই দুই করে পয়েন্ট হবে তখন। সেক্ষেত্রে সুপার ফোর পর্বে যাওয়ার নির্ধারক হয়ে উঠবে নেট রানরেট। সেখানেই বাদ পরতে পারে সাকিবরা। কেননা শ্রীলঙ্কার সঙ্গে বড় ব্যবধানে হারিয়ে নেট রানে অনেক পিছিয়ে রয়েছে।
আরও পড়ুন: আফগানদের বিপক্ষে টাইগারদের আজ বাঁচা-মরার লড়াই
এদিকে গতকাল প্রথম দল হিসেবে সুপার ফোরে চলে যায় বাবর-রিজওয়ানরা। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ভেসে গেল ক্যান্ডির বেরসিক বৃষ্টিতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার এশিয়া কাপের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই দল ১ পয়েন্ট করে পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়ে আগেই ২ পয়েন্ট পেয়েছিল বাবর আজমরা। আজ ১ পয়েন্ট নিয়ে এ গ্রুপ থেকে সবার আগে সুপার নিশ্চিত করেছে পাকিস্তান।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।
হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ১৩ ম্যাচের এই টুর্নামেন্টের ৪টি হবে পাকিস্তানে আর বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।